
করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানো মার্কিন সেনাদের অবিলম্বে বরখাস্ত করা হবে। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনী বিভাগের সচিব ক্রিস্টিনে ওরমাথ এক বিবৃতিতে বলেছেন, টিকাবিহীন সৈন্যরা বাহিনীকে ঝুঁকিপূর্ণ করে এবং প্রস্তুতিকে বিপন্ন করে। সামরিক বাহিনীর প্রস্তুতি নির্ভর করে সৈন্যদের ওপর। মূলত প্রশিক্ষণ, মোতায়েন, যুদ্ধ এবং সর্বশেষ জাতির জন্য জয় ছিনিয়ে আনতে সেনাদেরই প্রস্তুত থাকতে হয়।
বিবৃতিতে জানানো হয়, টিকা না নেওয়ায় ৩ হাজার সেনাসদস্য ছাঁটাই হতে পারেন। ২০২১ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮২ হাজার সেনা দায়িত্ব পালন করছেন।
২৬ জানুয়ারি পর্যন্ত টিকা নিতে অস্বীকৃতি জানানোয় উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া টিকা না নেওয়ায় এরই মধ্যে মার্কিন সেনাবাহিনীর ৩ হাজার ৭৩ জন সৈন্যকে লিখিতভাবে তিরস্কার জানানো হয়েছে।
এর আগে গত অক্টোবরে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, করোনার টিকা না নিলে তাঁদের বাহিনী থেকে বহিষ্কার করা হবে।
স্থানীয় সময় বুধবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাহিনীটির ৮ হাজার সদস্য দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে টিকা না নেওয়ায় ১১৮ জনকে বরখাস্ত করা হয়েছে।
পেন্টগনের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লাখ মার্কিন সেনাসদস্যের ৯৭ শতাংশই টিকার একটি ডোজ হলেও নিয়েছেন।

করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানো মার্কিন সেনাদের অবিলম্বে বরখাস্ত করা হবে। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনী বিভাগের সচিব ক্রিস্টিনে ওরমাথ এক বিবৃতিতে বলেছেন, টিকাবিহীন সৈন্যরা বাহিনীকে ঝুঁকিপূর্ণ করে এবং প্রস্তুতিকে বিপন্ন করে। সামরিক বাহিনীর প্রস্তুতি নির্ভর করে সৈন্যদের ওপর। মূলত প্রশিক্ষণ, মোতায়েন, যুদ্ধ এবং সর্বশেষ জাতির জন্য জয় ছিনিয়ে আনতে সেনাদেরই প্রস্তুত থাকতে হয়।
বিবৃতিতে জানানো হয়, টিকা না নেওয়ায় ৩ হাজার সেনাসদস্য ছাঁটাই হতে পারেন। ২০২১ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৮২ হাজার সেনা দায়িত্ব পালন করছেন।
২৬ জানুয়ারি পর্যন্ত টিকা নিতে অস্বীকৃতি জানানোয় উচ্চপদস্থ ছয় কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া টিকা না নেওয়ায় এরই মধ্যে মার্কিন সেনাবাহিনীর ৩ হাজার ৭৩ জন সৈন্যকে লিখিতভাবে তিরস্কার জানানো হয়েছে।
এর আগে গত অক্টোবরে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, করোনার টিকা না নিলে তাঁদের বাহিনী থেকে বহিষ্কার করা হবে।
স্থানীয় সময় বুধবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাহিনীটির ৮ হাজার সদস্য দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে টিকা না নেওয়ায় ১১৮ জনকে বরখাস্ত করা হয়েছে।
পেন্টগনের তথ্য অনুযায়ী, প্রায় ১৪ লাখ মার্কিন সেনাসদস্যের ৯৭ শতাংশই টিকার একটি ডোজ হলেও নিয়েছেন।

চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
৩ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৫ ঘণ্টা আগে