
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, কারাকাস এবং ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি হলে ভেনেজুয়েলা চীনের কাছে তেল বিক্রি কমিয়ে দেবে এবং দেশটিতেলের উৎপাদন আরও কমে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিয়ে ডেনমার্কের নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি নতুন নয়, অনেক আগে থেকে এই হুমকি দিয়ে আসছেন তিনি। এমনকি দ্বীপটি কিনে নেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তাঁর প্রস্তাব ও হুমকি উভয়ই প্রত্যাহার করছে ডেনমার্ক...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা জ্বালানি তেল খাত থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন (৩ থেকে ৫ কোটি) ব্যারেল ওয়াশিংটনকে দিতে হবে। এই তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের ‘কল্যাণে’ ব্যয় করা হবে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
১১ ঘণ্টা আগে