
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিজের ডরমিটরিতে মৃত অবস্থায় পাওয়া গেছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজিকির ১৯ বছর বয়সী ছেলে মার্কো ট্রপারকে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক কের ডরমিটরিতে একজন শিক্ষার্থী কোনো সাড়া দিচ্ছেন না—এমন অভিযোগের অনুসন্ধান করতে গিয়েই মার্কোকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিস্তেজ মার্কো আবারও চেতনা ফিরে পাবে—এই আশায় বিশ্ববিদ্যালয়ের দমকল বিভাগ নানা উদ্যোগ গ্রহণ করে, দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কোকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঠিক কী কারণে মার্কো ট্রপারের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থলে কোনো অসংগতি খুঁজে পাননি। তবে মার্কোর দাদি অ্যাস্থার ওজিকি মনে করেন, মাত্রাতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে (মার্কো) একটি ওষুধ সেবন করে এবং আমরা জানি না এই ওষুধটি ঠিক কী কাজ করে। শুধু জানতাম, এটা একটা ওষুধ।’
মার্কোর পরিবার বর্তমানে ‘টক্সিকোলজি’ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এই প্রতিবেদন থেকেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন প্রস্তুত হতে অন্তত ৩০ দিন সময় লাগে।
মার্কোকে ‘প্রেমময়’ এবং ‘গণিত জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন তাঁর দাদি অ্যাস্থার ওজিকি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মার্কো ছিল সবচেয়ে দয়ালু, প্রেমময়, স্মার্ট, আমোদে এবং সুন্দর মনের মানুষ।’
বিশ্ববিদ্যালয়ে মার্কো গণিত নিয়েই পড়ছিলেন। মাত্র দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছিল তাঁর। জেটা সাই নামে একটি ভ্রাতৃত্ব সংগঠনের সঙ্গে যুক্ত মার্কো বিশ্ববিদ্যালয়েও অসংখ্য বন্ধু-বান্ধবের সান্নিধ্যে উপভোগ করতেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে