
পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা কর্মকর্তা নিহত হওয়ার কৃতিত্ব দাবি করেছে দ্য বালুচ রাজি অ্যাজোই সানগার (ব্রাস)। গত মঙ্গলবার এক বিবৃতিতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর জোটটি এ দাবি করে।
ব্রাসের দাবি, গত সোমবার তারা ভূপৃষ্ঠের কাছাকাছি উড়তে থাকা হেলিকপ্টারটিকে বিমান-বিধ্বংসী অস্ত্র দিয়ে ভূপতিত করেছে। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি সংগঠনটি। তবে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ব্রাসের এই দাবি নাকচ করে দিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
গত সোমবার বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয় সামরিক কর্মকর্তা ছিলেন। তারা বেলুচিস্তানের বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণের কার্যক্রমে যুক্ত ছিলেন। পাকিস্তান পুলিশের সূত্র একটি পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছিল, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেটি পাহাড়ি ভূখণ্ড। সেখানে গাড়ি চালানোর মতো পথ নেই। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন। ত্রাণ কার্যক্রম তদারকির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী। এদিকে পাকিস্তানের কিছু গণমাধ্যমে পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আসছে বেলুচিস্তানের কয়েকটি সশস্ত্র সংগঠন। তাদের অভিযোগ, বৈষম্যমূলকভাবে প্রদেশটির সমৃদ্ধ খনিজ সম্পদ ব্যবহার করছে পাকিস্তান।

পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা কর্মকর্তা নিহত হওয়ার কৃতিত্ব দাবি করেছে দ্য বালুচ রাজি অ্যাজোই সানগার (ব্রাস)। গত মঙ্গলবার এক বিবৃতিতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর জোটটি এ দাবি করে।
ব্রাসের দাবি, গত সোমবার তারা ভূপৃষ্ঠের কাছাকাছি উড়তে থাকা হেলিকপ্টারটিকে বিমান-বিধ্বংসী অস্ত্র দিয়ে ভূপতিত করেছে। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি সংগঠনটি। তবে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ব্রাসের এই দাবি নাকচ করে দিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
গত সোমবার বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয় সামরিক কর্মকর্তা ছিলেন। তারা বেলুচিস্তানের বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণের কার্যক্রমে যুক্ত ছিলেন। পাকিস্তান পুলিশের সূত্র একটি পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছিল, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেটি পাহাড়ি ভূখণ্ড। সেখানে গাড়ি চালানোর মতো পথ নেই। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন। ত্রাণ কার্যক্রম তদারকির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী। এদিকে পাকিস্তানের কিছু গণমাধ্যমে পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আসছে বেলুচিস্তানের কয়েকটি সশস্ত্র সংগঠন। তাদের অভিযোগ, বৈষম্যমূলকভাবে প্রদেশটির সমৃদ্ধ খনিজ সম্পদ ব্যবহার করছে পাকিস্তান।

দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
৭ মিনিট আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
৪২ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে