
ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। আগামীকাল মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে তাঁকে ফের হাজিরা দিতে হবে। ইমরানের আশঙ্কা, এদিন তাঁকে আবারও গ্রেপ্তার করা হবে।
পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আবারও গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান।
পিটিআই প্রধান বলেন, ‘মঙ্গলবার আমি ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’
দলের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় নিয়েও অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, ‘শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হয়। গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। আমার দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে। মোট ১০ হাজারেরও বেশি পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।’
উল্লেখ্য, ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
ইমরান খান গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।

ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। আগামীকাল মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে তাঁকে ফের হাজিরা দিতে হবে। ইমরানের আশঙ্কা, এদিন তাঁকে আবারও গ্রেপ্তার করা হবে।
পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আবারও গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান।
পিটিআই প্রধান বলেন, ‘মঙ্গলবার আমি ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’
দলের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় নিয়েও অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, ‘শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হয়। গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। আমার দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে। মোট ১০ হাজারেরও বেশি পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।’
উল্লেখ্য, ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
ইমরান খান গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
১ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে