Ajker Patrika

এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৩: ০১
এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’। ছবি: এএফপি

পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার নিষিদ্ধ। তবু কিছু কিছু সরকারি দপ্তর এখনো এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) কাছে জানতে চেয়েছেন। এক্সের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলোর বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো এই অ্যাপ ব্যবহার করছে, সে সম্পর্কেও ব্যাখ্যা চেয়েছেন আদালত।

আবেদনের শুনানি করেন প্রধান বিচারপতি আলিয়া নিলমের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এবং পিটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পরবর্তী শুনানিতে প্রাসঙ্গিক নথিপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেন।

পাকিস্তানে ‘এক্স’ ব্যবহারের আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে এবং কোন কোন সরকারি প্রতিষ্ঠান এখনো নিষেধাজ্ঞা সত্ত্বেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে বলেছেন বেঞ্চ।

বেঞ্চের সদস্য বিচারপতি আলী জিয়া বাজওয়া প্রশ্ন করেন, যদি ‘এক্স’ নিষিদ্ধ হয়েও ব্যবহার করা যায়, তাহলে এর দায়িত্ব কার? পিটিএর আইনজীবী বেঞ্চকে জানান, ব্যবহারকারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে ‘এক্স’ অ্যাক্সেস করছেন।

বেঞ্চ নির্দেশ দেয়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘এক্স’ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে হবে এবং পরবর্তী শুনানির তারিখ ২০ মার্চ নির্ধারণ করা হয়।

এর আগে আবেদনে জানানো হয়, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং ‘এক্স’-এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, যা পাকিস্তানের সংবিধানের ১৯ ও ১৯-এ অনুচ্ছেদের লঙ্ঘন। তথ্যপ্রাপ্তির অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।

আবেদনকারীরা আদালতের কাছে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এ-সংক্রান্ত সব সরকারি নির্দেশনা বাতিল ঘোষণার আবেদন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত