Ajker Patrika

পাকিস্তানে জিম্মি ট্রেনের শতাধিক আরোহী উদ্ধার, তুমুল গোলাগুলি

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬: ৫২
বেলুচিস্তানে হাইজ্যাক করা ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযান। ছবি: এএফপি
বেলুচিস্তানে হাইজ্যাক করা ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযান। ছবি: এএফপি

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি ট্রেন থেকে ৪৫০ আরোহীর মধ্যে ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলমান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।

ডনের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হয় জাফর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এ ঘটনার পর পাঞ্জাব-সিন্ধু-বেলুচিস্তান রুটে রেল চলাচল স্থগিত করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আমির আলী ডনকে জানিয়েছেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু বর্তমানে সেখানে কী ঘটছে, তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। যাত্রী, রেলকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত কিছু করার নেই।’

ট্রেনটি পাহাড়েঘেরা একটি দুর্গম টানেলের কাছে আটকে থাকায় সেখানে দ্রুত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে নিরাপত্তা বাহিনীর জন্য। তাদের জন্য বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

বেলুচ লিবারেল আর্মি (বিএলএ) বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়কগুলোতে প্রায়ই হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক হওয়ার পরপরই দায় স্বীকার করে বিএলএ। পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা। হুঁশিয়ারি দেয়—নির্ধারিত সময়ের মধ্যে বেলুচ রাজবন্দীদের মুক্তি না দিলে ট্রেনের সব আরোহীকে তারা হত্যা করবে। কোনো উদ্ধার অভিযান চালানো হলে ভয়াবহ পরিণতি হবে বলেও হুমকি দিয়েছে তারা।

পাকিস্তান সরকার জানিয়েছে, ট্রেনটিতে শতাধিক সেনাসদস্য ভ্রমণ করছিলেন। রেললাইনে বোমা মেরে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। তবে, হামলাকারীদের দলে কতজন আছে সেটি জানা সম্ভব হয়নি। পাকিস্তান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রেনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন বেশ কয়েকজন যাত্রী। প্রায় ৮০ জন হেঁটে নিকটবর্তী একটি স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১টি শিশু।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত