
একের পর এক নেতার পদত্যাগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া দলের হাজারো কর্মী-সমর্থক বর্তমানে কারাগারে। এমনকি নিষিদ্ধও হতে পারে পিটিআই। পাশাপাশি গত ৯ মে গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকেরা সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালানোয় ইমরানের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। যেকোনো মুহূর্তে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আপনি হয়তো মনে করছেন, এই মুহূর্তে দল নিয়ে আমার বড় সংকট চলছে। কিন্তু আমি তা মনে করি না।’ লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে অবস্থান করছেন ইমরান খান। সেখানেই চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
এ সপ্তাহে পিটিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীসহ দুই ডজনেরও বেশি নেতাকে দল থেকে হারিয়েছেন ইমরান। গ্রেপ্তার এড়াতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কীভাবে দল চালাবেন তিনি। জবাবে ইমরান বলেন, ‘প্রথমত শূন্য হওয়া পদ পূরণ করব। আর এ ক্ষেত্রে তরুণ ও নতুন নেতৃত্ব আনা হবে। তবে তারাও গ্রেপ্তার হতে পারেন। এসব সরকারের সন্ত্রাসী কার্যক্রম।’
এর আগে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়ব। দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী? তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’
উল্লেখ্য, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান। ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

একের পর এক নেতার পদত্যাগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। এ ছাড়া দলের হাজারো কর্মী-সমর্থক বর্তমানে কারাগারে। এমনকি নিষিদ্ধও হতে পারে পিটিআই। পাশাপাশি গত ৯ মে গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকেরা সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালানোয় ইমরানের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। যেকোনো মুহূর্তে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আপনি হয়তো মনে করছেন, এই মুহূর্তে দল নিয়ে আমার বড় সংকট চলছে। কিন্তু আমি তা মনে করি না।’ লাহোরে জামান পার্কের নিজ বাসভবনে অবস্থান করছেন ইমরান খান। সেখানেই চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
এ সপ্তাহে পিটিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীসহ দুই ডজনেরও বেশি নেতাকে দল থেকে হারিয়েছেন ইমরান। গ্রেপ্তার এড়াতেই তাঁরা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কীভাবে দল চালাবেন তিনি। জবাবে ইমরান বলেন, ‘প্রথমত শূন্য হওয়া পদ পূরণ করব। আর এ ক্ষেত্রে তরুণ ও নতুন নেতৃত্ব আনা হবে। তবে তারাও গ্রেপ্তার হতে পারেন। এসব সরকারের সন্ত্রাসী কার্যক্রম।’
এর আগে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি একটা কমিটি গঠন করব। এই কমিটি সরকারের যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। সরকারের কাছে আমার প্রতিনিধিরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবেন। এক. তারা যদি মনে করে আমি রাজনীতি ছাড়লে তাদের দাবি অনুযায়ী দেশের কল্যাণ হবে, তাহলে আমি রাজনীতি ছাড়ব। দুই. অক্টোবরে নির্বাচন হলে তা দেশের জন্য কতটা উপকারী? তারা যদি আমাদের এ দুটি বিষয়ে বোঝাতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সবকিছু মেনে নেব।’
উল্লেখ্য, গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর সমর্থকেরা দেশটির বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় নানা সামরিক স্থাপনায়। এমনকি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরেও পিটিআই নেতা-কর্মীরা ভাঙচুর চালান। ইতিমধ্যে ইমরান খানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মামলায় বিভিন্ন মেয়াদে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৪ ঘণ্টা আগে