
ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা।
লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাযন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে এবং দ্রুত চিকিৎসা ত্রাণ ও পুনরুদ্ধার পরিষেবা প্রদানের পাশাপাশি মরদেহ পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছি। আমাদের দূতাবাস ইয়াজদ শহরের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা ইরান সরকারকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’

ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা।
লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাযন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে এবং দ্রুত চিকিৎসা ত্রাণ ও পুনরুদ্ধার পরিষেবা প্রদানের পাশাপাশি মরদেহ পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছি। আমাদের দূতাবাস ইয়াজদ শহরের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা ইরান সরকারকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৫ ঘণ্টা আগে