
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন।
উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি।
এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন।
উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি।
এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২১ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে