
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন।
উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি।
এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন।
উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি।
এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।
নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে