
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিশ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও সাতজন। আজ শুক্রবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় ওই ২০ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দুকি পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।’ স্থানীয় চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০ জনের মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।’
দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতে আগুন দিয়েছে।’ জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন তিনি।
দুকির জেলা প্রশাসক কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিমুল্লাহ কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।’
আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিলের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে কলিমুল্লাহ কাকার বলেন, ‘সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ নিজ নিজ শহরে পাঠানো হবে।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৫ ঘণ্টা আগে