
বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা পাকিস্তান। আজ সোমবার সকালে দেশটির জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। পাকিস্তান জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর জানান, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ দুটি ট্রান্সমিশন লাইন বিকল হয়ে গেছে। ফলে বেলুচিস্তান, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, করাচিসহ ২২টি জেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানী ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
জাতীয় পাওয়ার গ্রিড ও অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণে এই কাজ শেষ হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাকিস্তানে আগে থেকেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিদ্যুৎ সঞ্চয়ে রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা পাকিস্তান। আজ সোমবার সকালে দেশটির জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। পাকিস্তান জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর জানান, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ দুটি ট্রান্সমিশন লাইন বিকল হয়ে গেছে। ফলে বেলুচিস্তান, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, করাচিসহ ২২টি জেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানী ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
জাতীয় পাওয়ার গ্রিড ও অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণে এই কাজ শেষ হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাকিস্তানে আগে থেকেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিদ্যুৎ সঞ্চয়ে রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে