
বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা পাকিস্তান। আজ সোমবার সকালে দেশটির জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। পাকিস্তান জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর জানান, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ দুটি ট্রান্সমিশন লাইন বিকল হয়ে গেছে। ফলে বেলুচিস্তান, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, করাচিসহ ২২টি জেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানী ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
জাতীয় পাওয়ার গ্রিড ও অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণে এই কাজ শেষ হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাকিস্তানে আগে থেকেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিদ্যুৎ সঞ্চয়ে রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা পাকিস্তান। আজ সোমবার সকালে দেশটির জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। পাকিস্তান জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর জানান, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ দুটি ট্রান্সমিশন লাইন বিকল হয়ে গেছে। ফলে বেলুচিস্তান, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, করাচিসহ ২২টি জেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজধানী ইসলামাবাদ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ১১৭টি গ্রিড স্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
জাতীয় পাওয়ার গ্রিড ও অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কতক্ষণে এই কাজ শেষ হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাকিস্তানে আগে থেকেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিদ্যুৎ সঞ্চয়ে রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
২০ মিনিট আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০ টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
৪৩ মিনিট আগে
প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখার পর ইরান আবারও তাদের আকাশসীমা খুলে দিয়েছে। ওই সময়ের মধ্যে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিলম্ব করতে হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
২ ঘণ্টা আগে