
পাকিস্তান সেনাবাহিনীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়েছেন ডা. হেলেন মেরি রবার্টস। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের সদস্য। আজ রোববার পাকিস্তান সরকার তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডা. হেলেন মেরি রবার্টসের পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট। পোস্টে বলা হয়েছে, ‘পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হেলেন মেরি রবার্টসকে আর্মি মেডিকেল কোরের ব্রিগেডিয়ার পদে উন্নীত করায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অভিনন্দন।’
পাকিস্তান সেনাবাহিনীতে ২৬ বছর ধরে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ডা. হেলেন মেরি রবার্টস। তাঁর পদোন্নতিতে অভিনন্দন বার্তায় শাহবাজ শরিফ বলেছেন, ‘ব্রিগেডিয়ার হেলেন মেরি রবার্টস পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম নারী ব্রিগেডিয়ার, আমি এবং সমগ্র জাতি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, কর্নেল ডা. হেলেন মেরি রবার্টস পাকিস্তান সেনাবাহিনীতে মেধা ও জাতীয় প্রতিনিধিত্বের আরেকটি জীবন্ত উদাহরণ। আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানান, ডা. হেলেন মেরি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী সার্জন জেনারেল।
এর আগে, পাকিস্তান সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য ডিঙিয়ে প্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন নিগার জোহার। পরে ২০২০ সালে নিগার জোহার পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।

পাকিস্তান সেনাবাহিনীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়েছেন ডা. হেলেন মেরি রবার্টস। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের সদস্য। আজ রোববার পাকিস্তান সরকার তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডা. হেলেন মেরি রবার্টসের পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট। পোস্টে বলা হয়েছে, ‘পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হেলেন মেরি রবার্টসকে আর্মি মেডিকেল কোরের ব্রিগেডিয়ার পদে উন্নীত করায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অভিনন্দন।’
পাকিস্তান সেনাবাহিনীতে ২৬ বছর ধরে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ডা. হেলেন মেরি রবার্টস। তাঁর পদোন্নতিতে অভিনন্দন বার্তায় শাহবাজ শরিফ বলেছেন, ‘ব্রিগেডিয়ার হেলেন মেরি রবার্টস পাকিস্তানি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম নারী ব্রিগেডিয়ার, আমি এবং সমগ্র জাতি তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, কর্নেল ডা. হেলেন মেরি রবার্টস পাকিস্তান সেনাবাহিনীতে মেধা ও জাতীয় প্রতিনিধিত্বের আরেকটি জীবন্ত উদাহরণ। আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানান, ডা. হেলেন মেরি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী সার্জন জেনারেল।
এর আগে, পাকিস্তান সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য ডিঙিয়ে প্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন নিগার জোহার। পরে ২০২০ সালে নিগার জোহার পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান।

যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
৪১ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে