Ajker Patrika

পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১৪

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ০০
পাকিস্তানে বিয়ের যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১৪

পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৪ জন। দেশটির গণমাধ্যম ডন জানায়, স্থানীয় সময় রোববার রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কাল্লর কাহার এলাকায় কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।

চাকওয়ালের ডেপুটি কমিশনার ডনকে বলেন, ‘গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়।’

চাকওয়ালের ডিসি আরও জানিয়েছেন, নারী, শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় থাকা কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। বাকিদের কাল্লর কাহারের তেহশিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত