
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও সাইফার মামলায় অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার তাঁকে এবং তাঁর আমলের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এই মামলায় নতুন করে অভিযুক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের নথি থেকে দেখা গেছে, রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি কারাগারে স্থাপিত বিশেষ আদালত ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে এই মামলার শুনানির সময় পুনরায় অভিযুক্ত করেন। এর আগে এই মামলায় কোরেশিকে নির্দোষ বলে খালাস দেওয়া হয়েছিল। এ সময় তাঁদের দুজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগও গঠন করা হয়।
নতুন এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পুরো বিষয়টিই একটি সাজানো নাটক এবং এই নাটক মঞ্চস্থ করা হয়েছে মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুকে বাঁচাতে।
এ সময় ইমরান খান অভিযোগ করেন, তাঁর সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে যুক্তরাষ্ট্র। যদিও এর আগেও একই অভিযোগ করেছিলেন তিনি। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ওই সাইফার বা গোপন তারবার্তা পাঠানো হয়েছিল মূলত তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতেই।
ইমরান খান বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের ভয়ে ভীত নই।’ এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন তাঁর বিরুদ্ধে এই মামলায় ন্যায়বিচার সম্ভব নয়। তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে রেখে কীভাবে একটি ন্যায়বিচার সম্ভব?’ এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয় তবে এর দায়দায়িত্ব আমৃত্যু আপনাকে বহন করতে হবে।’ প্রতিক্রিয়ায় আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন, ‘এটি আদালত এবং এখানে এমনভাবে কথা বলা অনুচিত।’
এর আগে ‘সাইফার মামলা নামে’ পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে অন্তঃসারশূন্য বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো ‘বেআইনি।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে