
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে ইমরান খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ ‘খুশি’ হয়েছেন। জেমিমার একটি টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও নিউজ।
গত মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করেন দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের এ আদেশ শোনার পর ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অবশেষে বিবেকের জয় হয়েছে।’ পোস্টের সঙ্গে তিনি পাকিস্তানের পতাকা ও একটি হাই-ফাইভ ইমোজিও যুক্ত করেছেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ তাঁর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বাস করেন।
ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের অন্য নেতারা পিটিআই সরকারের আমলে সরকারি কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন। এনএবির মামলার বলা হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্যের পাঠানো ৫০ বিলিয়ন রুপি কালোটাকা সাদা করতে ৫ বিলিয়ন রুপি ঘুষ নিয়েছিলেন।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ার অভিযোগ রয়েছে।
এসব মামলায় জামিন আবেদনের শুনানির জন্য গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। তখন তাঁকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। দুই দিনের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
১ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে