
হিন্দ খোদারি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে একটি ক্যামেরা এবং মোবাইল ফোন দিয়ে নিজের অভিজ্ঞতাগুলো ছবি এবং ভিডিও আকারে ধারণ করছেন তিনি।
আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘অসংখ্য মানুষ জানতে চান—গাজার ভেতরে কী ঘটছে।’ আরও বলেন, ‘নিরীহ মানুষগুলোর ওপর এ ধরনের যুদ্ধাপরাধ আমাদের কাম্য না।’
হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর মাত্র দুই মাস আগে নিজের জন্মস্থান গাজায় ফিরে এসেছিলেন হিন্দ খোদারি। এর আগে করোনা মহামারির মধ্যে প্রায় চার বছর তুরস্কে ছিলেন ফিলিস্তিনি এই নারী।
খোদারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় হাসপাতালগুলোর মর্মান্তিক চিত্র। বোমায় আহত এবং উপচে পড়া নারী, পুরুষ ও শিশুদের আর্ত চিৎকার ছাড়া এখন আর কিছুই শোনা যায় না এসব হাসপাতালে। পড়ে আছে সারি সারি মরদেহ।
আরও দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষে পরিণত হওয়া ঘর-বাড়ি, খাদ্য আর পানীয় স্বল্পতার মধ্যে জীবন টিকিয়ে রাখতে মানুষের সংগ্রাম।
খোদারি বলেন, ‘এখন আমি আমার নিজের পাড়াকেই চিনতে পারি না।’
থাকার মতো নিজের সবগুলো আশ্রয় ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত গাজার আল-শিফা হাসপাতালের আশপাশেই অবস্থান করছেন খোদারি। এক বন্ধুর গাড়ির ভেতরেই ঘুমাতে হয় তাঁকে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই মারা যাবো। এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক মারা গেছেন। সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এটা বিপর্যয়কর।’
খোদারি আরও বলেন, ‘এই গল্পের কোনো শেষ নেই। আমার চাচাতো ভাই আমার একদল বন্ধুসহ বিমান হামলায় মারা গেছে। বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে আমার মায়ের পরিবারকে। ধ্বংস হয়ে গেছে আমার স্বামীর বাড়িও।’
তিনি বলেন, ‘আমাদের ভূমিতেই আমরা সবাই শরণার্থী হয়ে গেছি।’

হিন্দ খোদারি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে একটি ক্যামেরা এবং মোবাইল ফোন দিয়ে নিজের অভিজ্ঞতাগুলো ছবি এবং ভিডিও আকারে ধারণ করছেন তিনি।
আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘অসংখ্য মানুষ জানতে চান—গাজার ভেতরে কী ঘটছে।’ আরও বলেন, ‘নিরীহ মানুষগুলোর ওপর এ ধরনের যুদ্ধাপরাধ আমাদের কাম্য না।’
হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর মাত্র দুই মাস আগে নিজের জন্মস্থান গাজায় ফিরে এসেছিলেন হিন্দ খোদারি। এর আগে করোনা মহামারির মধ্যে প্রায় চার বছর তুরস্কে ছিলেন ফিলিস্তিনি এই নারী।
খোদারির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় হাসপাতালগুলোর মর্মান্তিক চিত্র। বোমায় আহত এবং উপচে পড়া নারী, পুরুষ ও শিশুদের আর্ত চিৎকার ছাড়া এখন আর কিছুই শোনা যায় না এসব হাসপাতালে। পড়ে আছে সারি সারি মরদেহ।
আরও দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষে পরিণত হওয়া ঘর-বাড়ি, খাদ্য আর পানীয় স্বল্পতার মধ্যে জীবন টিকিয়ে রাখতে মানুষের সংগ্রাম।
খোদারি বলেন, ‘এখন আমি আমার নিজের পাড়াকেই চিনতে পারি না।’
থাকার মতো নিজের সবগুলো আশ্রয় ধ্বংস হয়ে যাওয়ায় আপাতত গাজার আল-শিফা হাসপাতালের আশপাশেই অবস্থান করছেন খোদারি। এক বন্ধুর গাড়ির ভেতরেই ঘুমাতে হয় তাঁকে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই মারা যাবো। এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক মারা গেছেন। সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এটা বিপর্যয়কর।’
খোদারি আরও বলেন, ‘এই গল্পের কোনো শেষ নেই। আমার চাচাতো ভাই আমার একদল বন্ধুসহ বিমান হামলায় মারা গেছে। বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে আমার মায়ের পরিবারকে। ধ্বংস হয়ে গেছে আমার স্বামীর বাড়িও।’
তিনি বলেন, ‘আমাদের ভূমিতেই আমরা সবাই শরণার্থী হয়ে গেছি।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৫ ঘণ্টা আগে