
জিম্মিদের মুক্তির বিষয়ে আজ মঙ্গলবার রাতেই সরকারি একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির যে প্রচেষ্টা চলছে—তা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়—‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যা ৬টায় যুদ্ধ মন্ত্রিসভা,৭টায় নিরাপত্তা মন্ত্রিসভা এবং ৮টায় সরকারের সাধারণ সভা আহ্বান করবেন।’
এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ বা যুদ্ধবিরতি সন্নিকটে বলে দাবি করেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের প্রধান ইসমাইল হানিয়া আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে। সংবাদ সংস্থাটিকে তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সম্মতি দিয়েছে।
পরবর্তীতে নিজের টেলিগ্রাম চ্যানেলে হানিয়া লিখেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানান, এটি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে এবং একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক দাবি করেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে সহস্রাধিক মানুষকে হত্যার পাশাপাশি আনুমানিক ২৪০ জন নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে স্থল অভিযানও পরিচালনা করছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

জিম্মিদের মুক্তির বিষয়ে আজ মঙ্গলবার রাতেই সরকারি একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর অফিশিয়াল অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির যে প্রচেষ্টা চলছে—তা ইতিবাচক দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়—‘আমাদের জিম্মিদের মুক্তির বিষয়টি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যা ৬টায় যুদ্ধ মন্ত্রিসভা,৭টায় নিরাপত্তা মন্ত্রিসভা এবং ৮টায় সরকারের সাধারণ সভা আহ্বান করবেন।’
এর আগে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ বা যুদ্ধবিরতি সন্নিকটে বলে দাবি করেছিল গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। হামাসের প্রধান ইসমাইল হানিয়া আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন রয়টার্সকে। সংবাদ সংস্থাটিকে তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সম্মতি দিয়েছে।
পরবর্তীতে নিজের টেলিগ্রাম চ্যানেলে হানিয়া লিখেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানান, এটি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে এবং একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক দাবি করেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে সহস্রাধিক মানুষকে হত্যার পাশাপাশি আনুমানিক ২৪০ জন নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে স্থল অভিযানও পরিচালনা করছে তারা। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজার সাধারণ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৪ ঘণ্টা আগে