আজকের পত্রিকা ডেস্ক

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান, যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’
ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।
ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।
সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন, যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান, যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনের এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’
ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।
ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।
সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন, যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে