আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর দেশ ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার পর ইসরায়েল সেখানে গুপ্তচর পাঠিয়েছিল। তারা দেখে এসেছে, ফোরদো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো কেন্দ্রে হামলার পর ইসরায়েল তাদের গুপ্তচর সেখানে পাঠিয়েছিল। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমাদের হামলার পর ওদের (ইসরায়েলের) লোকজন সেখানে ঢুকে পড়ে। আমি শুনেছি, ওরা বলছে—পুরো জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েল এখন ওই ঘটনার রিপোর্ট তৈরি করছে। আমার কাছে যা তথ্য এসেছে, তাতে বলা হয়েছে, পুরো জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আমার মনে হয়, ওরা (ইরান) কিছু বের করে নেওয়ার সুযোগই পায়নি। কারণ, আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে বলেন, ‘বোমাগুলো নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করেছে। মিশন ছিল একেবারে নিখুঁত। আমরা ঠিক যেখান দিয়ে প্রবেশ করতে চেয়েছিলাম, সেখানেই আঘাত করেছে...ফোরদোতে ছিল ধ্বংসের চিত্র।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রাথমিক ও গোপন মার্কিন মূল্যায়নে বলা হয়েছে, ওই হামলায় ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি এবং হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ; যেমন সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করা সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান হামলার আগেই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে নিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো হয়তো ইরানের অন্যান্য গোপন পারমাণবিক স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) করা প্রাথমিক যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ওপর ভিত্তি করে ডিআইএর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে ইঙ্গিত মিলছে, ট্রাম্প যেভাবে দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে, সেটি বাস্তবে অতিরঞ্জিত হতে পারে।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর দেশ ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার পর ইসরায়েল সেখানে গুপ্তচর পাঠিয়েছিল। তারা দেখে এসেছে, ফোরদো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো কেন্দ্রে হামলার পর ইসরায়েল তাদের গুপ্তচর সেখানে পাঠিয়েছিল। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমাদের হামলার পর ওদের (ইসরায়েলের) লোকজন সেখানে ঢুকে পড়ে। আমি শুনেছি, ওরা বলছে—পুরো জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরায়েল এখন ওই ঘটনার রিপোর্ট তৈরি করছে। আমার কাছে যা তথ্য এসেছে, তাতে বলা হয়েছে, পুরো জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আমার মনে হয়, ওরা (ইরান) কিছু বের করে নেওয়ার সুযোগই পায়নি। কারণ, আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে বলেন, ‘বোমাগুলো নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করেছে। মিশন ছিল একেবারে নিখুঁত। আমরা ঠিক যেখান দিয়ে প্রবেশ করতে চেয়েছিলাম, সেখানেই আঘাত করেছে...ফোরদোতে ছিল ধ্বংসের চিত্র।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রাথমিক ও গোপন মার্কিন মূল্যায়নে বলা হয়েছে, ওই হামলায় ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি এবং হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ; যেমন সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করা সম্ভব।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরান হামলার আগেই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে নিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো হয়তো ইরানের অন্যান্য গোপন পারমাণবিক স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) করা প্রাথমিক যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ওপর ভিত্তি করে ডিআইএর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে ইঙ্গিত মিলছে, ট্রাম্প যেভাবে দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে, সেটি বাস্তবে অতিরঞ্জিত হতে পারে।
আরও খবর পড়ুন:

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে