
গাজা উপত্যকায় গত তিন দিনে ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৯ মে) থেকে ফিলিস্তিনে কয়েকটি সংগঠনের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা থেকে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরাও। এতে বৃহস্পতিবার একজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে অধিকাংশ রকেটই প্রতিহত করেছে ইসরায়েল।
গত তিন দিনে গাজায় নিহতদের মধ্যে ছয় শিশু ও তিন নারীর পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) কয়েকজন নেতাও রয়েছেন। ফিলিস্তিনে হামাসের পর পিআইজে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী।
একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক, উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে, তাকেই উচিত শিক্ষা দিই।’
ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় পিআইজে নেতা আলি গালি ও আহমেদ আবু দাক্কার মৃত্যুতে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীটির পাঁচ জ্যেষ্ঠ নেতা নিহতের খবর পাওয়া গেল। এর আগে জিহাদ আল-ঘান্নাম, খালিল আল-বাহতিনি ও তারিক ইজ আদ-দ্বীন নিহত হন।
এদিকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টার কথা জানিয়েছে মিসর। তবে এখন পর্যন্ত সেই প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ ছাড়া বার্লিনে জর্ডান, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সাক্ষাতে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী।

গাজা উপত্যকায় গত তিন দিনে ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৯ মে) থেকে ফিলিস্তিনে কয়েকটি সংগঠনের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা থেকে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরাও। এতে বৃহস্পতিবার একজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে অধিকাংশ রকেটই প্রতিহত করেছে ইসরায়েল।
গত তিন দিনে গাজায় নিহতদের মধ্যে ছয় শিশু ও তিন নারীর পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) কয়েকজন নেতাও রয়েছেন। ফিলিস্তিনে হামাসের পর পিআইজে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী।
একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক, উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে, তাকেই উচিত শিক্ষা দিই।’
ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় পিআইজে নেতা আলি গালি ও আহমেদ আবু দাক্কার মৃত্যুতে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীটির পাঁচ জ্যেষ্ঠ নেতা নিহতের খবর পাওয়া গেল। এর আগে জিহাদ আল-ঘান্নাম, খালিল আল-বাহতিনি ও তারিক ইজ আদ-দ্বীন নিহত হন।
এদিকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টার কথা জানিয়েছে মিসর। তবে এখন পর্যন্ত সেই প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ ছাড়া বার্লিনে জর্ডান, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সাক্ষাতে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৬ ঘণ্টা আগে