আজকের পত্রিকা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সূচনা হলো চরম অনিশ্চয়তা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাঁরা ঈদুল আজহার নামাজ আদায় করেছে। গাজার বেশির ভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গেছে এবং অনেকে খোলা জায়গায় শুয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
আজ শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ‘স্কাই নিউজ’ জানিয়েছে, গাজার পুরুষ ও শিশুরা মিলে ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ঈদের প্রার্থনায় অংশ নেয়। তবে ঈদের দিনটিতেও সেখানে খাবার ও নিরাপত্তার তীব্র সংকট চলছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নামাজ শেষে কামেল এমরান বলেছেন, ‘এটা ফিলিস্তিনি জনগণের জীবনে সবচেয়ে ভয়াবহ ঈদ। এই অন্যায় যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে—খাবার নেই, ময়দা নেই, মাথার ওপর ছাদ নেই, মসজিদ নেই, ঘর নেই, এমনকি বিছানাও নেই। অবস্থা ভয়াবহ কঠিন।’
এদিকে ইসরায়েল নতুন করে জানিয়ে দিয়েছে, তারা শিগগিরই উত্তর গাজায় আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে তারা অভিযোগ করেছিল, ওই অঞ্চল থেকেই ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।
গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু সহায়তা ঢুকতে পারলেও জাতিসংঘ জানিয়েছে, লুটপাট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তারা এসব সঠিকভাবে বিতরণ করতে পারছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে এক ভয়াবহ হামলার পর থেকেই এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং আনুমানিক ২৫০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া গাজার ৯০ শতাংশ মানুষই এখন বাস্তুচ্যুত।
উল্লেখ্য, ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের দশম দিনে হজের সময়কালেই ঈদুল আজহা উদ্যাপিত হয়। এই নিয়ে দ্বিতীয় বছরের মতো গাজার মুসলমানেরা সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারেননি।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সূচনা হলো চরম অনিশ্চয়তা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাঁরা ঈদুল আজহার নামাজ আদায় করেছে। গাজার বেশির ভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গেছে এবং অনেকে খোলা জায়গায় শুয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
আজ শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ‘স্কাই নিউজ’ জানিয়েছে, গাজার পুরুষ ও শিশুরা মিলে ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ঈদের প্রার্থনায় অংশ নেয়। তবে ঈদের দিনটিতেও সেখানে খাবার ও নিরাপত্তার তীব্র সংকট চলছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নামাজ শেষে কামেল এমরান বলেছেন, ‘এটা ফিলিস্তিনি জনগণের জীবনে সবচেয়ে ভয়াবহ ঈদ। এই অন্যায় যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে—খাবার নেই, ময়দা নেই, মাথার ওপর ছাদ নেই, মসজিদ নেই, ঘর নেই, এমনকি বিছানাও নেই। অবস্থা ভয়াবহ কঠিন।’
এদিকে ইসরায়েল নতুন করে জানিয়ে দিয়েছে, তারা শিগগিরই উত্তর গাজায় আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে তারা অভিযোগ করেছিল, ওই অঞ্চল থেকেই ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।
গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু সহায়তা ঢুকতে পারলেও জাতিসংঘ জানিয়েছে, লুটপাট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তারা এসব সঠিকভাবে বিতরণ করতে পারছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে এক ভয়াবহ হামলার পর থেকেই এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং আনুমানিক ২৫০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া গাজার ৯০ শতাংশ মানুষই এখন বাস্তুচ্যুত।
উল্লেখ্য, ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের দশম দিনে হজের সময়কালেই ঈদুল আজহা উদ্যাপিত হয়। এই নিয়ে দ্বিতীয় বছরের মতো গাজার মুসলমানেরা সৌদি আরবে গিয়ে হজ পালন করতে পারেননি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৩ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৪ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৬ ঘণ্টা আগে