আজকের পত্রিকা ডেস্ক

আবারও ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। আজ রোববার, সবশেষ পাওয়া খবর পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪০ অভুক্ত ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ২২০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘এই হত্যাকাণ্ডগুলোই প্রমাণ করে, এসব এলাকা আসলে মানবিক সহায়তার কেন্দ্র নয়, বরং গণমৃত্যুর ফাঁদ। আমরা পুরো বিশ্বকে নিশ্চিত করে জানাচ্ছি যে বর্তমানে যা ঘটছে, তা কেবলই মানবিক সহায়তাকে পরিকল্পিতভাবে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার। ক্ষুধার্ত বেসামরিক মানুষদের ব্ল্যাকমেল করে একটি ‘হত্যাকেন্দ্রে’ জড়ো করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কেন্দ্রগুলো পরিচালনা ও পর্যবেক্ষণ করছে দখলদার বাহিনী, আর তা অর্থায়ন ও রাজনৈতিকভাবে সহায়তা করছে মার্কিন প্রশাসন। গাজার বেসামরিক নাগরিকদের সঙ্গে যা হচ্ছে নৈতিক ও আইনগতভাবে এর সম্পূর্ণ দায় তাদের।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। আহত হয়েছে প্রায় আড়াই শ ফিলিস্তিনি।
ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধের পর তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন—জিএইচএফ। তবে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে সংস্থাটি আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএফএইচেরর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় গঠিত একটি সংস্থা। এরা নিজেরাই গাজার মানবিক সংকটের জন্য দায়ী। দীর্ঘদিন ধরে ইসরায়েল আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সংস্থাগুলোর ত্রাণ আটকালেও হঠাৎ করে জিএফএইচ-কে ঢুকতে দেওয়া হয়েছে, যা সন্দেহজনক। অনেকের মতে, এটি আসলে সহায়তার নামে নজরদারি ও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল।

আবারও ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। আজ রোববার, সবশেষ পাওয়া খবর পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪০ অভুক্ত ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ২২০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘এই হত্যাকাণ্ডগুলোই প্রমাণ করে, এসব এলাকা আসলে মানবিক সহায়তার কেন্দ্র নয়, বরং গণমৃত্যুর ফাঁদ। আমরা পুরো বিশ্বকে নিশ্চিত করে জানাচ্ছি যে বর্তমানে যা ঘটছে, তা কেবলই মানবিক সহায়তাকে পরিকল্পিতভাবে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার। ক্ষুধার্ত বেসামরিক মানুষদের ব্ল্যাকমেল করে একটি ‘হত্যাকেন্দ্রে’ জড়ো করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কেন্দ্রগুলো পরিচালনা ও পর্যবেক্ষণ করছে দখলদার বাহিনী, আর তা অর্থায়ন ও রাজনৈতিকভাবে সহায়তা করছে মার্কিন প্রশাসন। গাজার বেসামরিক নাগরিকদের সঙ্গে যা হচ্ছে নৈতিক ও আইনগতভাবে এর সম্পূর্ণ দায় তাদের।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। আহত হয়েছে প্রায় আড়াই শ ফিলিস্তিনি।
ইসরায়েল গাজায় ১১ সপ্তাহের অবরোধের পর তুলে নেওয়ার পর থেকে উপত্যকাটিতে ত্রাণ বিতরণের কাজ করছে নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন—জিএইচএফ। তবে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে সংস্থাটি আগে থেকেই বিতর্কিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় নিবন্ধিত হয় এটি। তবে সংস্থাটি প্রথমবারের মতো খাবার বিতরণ কার্যক্রম শুরু করে গত ২৬ মে। এর আগের দিন, ২৫ মে জিএফএইচেরর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জেক উড পদত্যাগ করেন। সংস্থাটি মানবিক সহায়তায় নিরপেক্ষতা, মানবতা ও স্বাধীনতার নীতিমালা অনুসরণ করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় গঠিত একটি সংস্থা। এরা নিজেরাই গাজার মানবিক সংকটের জন্য দায়ী। দীর্ঘদিন ধরে ইসরায়েল আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সংস্থাগুলোর ত্রাণ আটকালেও হঠাৎ করে জিএফএইচ-কে ঢুকতে দেওয়া হয়েছে, যা সন্দেহজনক। অনেকের মতে, এটি আসলে সহায়তার নামে নজরদারি ও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১০ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১১ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১২ ঘণ্টা আগে