Ajker Patrika

শারজাহে বন্যায় গাড়িতে আটকা ২ নারী, বাতাসের বিষক্রিয়ায় মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৫: ১১
শারজাহে বন্যায় গাড়িতে আটকা ২ নারী, বাতাসের বিষক্রিয়ায় মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বন্যার পানির চাপে গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন দুই নারী। তাঁদের গাড়ির প্রায় পুরোটাই পানির নিচে চলে গিয়েছিল। এই অবস্থায় মুক্ত বাতাস তথা অক্সিজেনের অভাবে মারা যান ওই দুই নারী। শারজাহ পুলিশ জানিয়েছে, তাঁরা কার্বন মনো-অক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ওই দুই নারীর গাড়ি দুবাই ও শারজাহর মধ্যকার সংযোগ সড়ক আল ইত্তেহাদ মহাসড়কে বন্যার কারণে যানজটে আটকা পড়ে। সেদিন আরব আমিরাতে বিগত ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে দেশটিতে ব্যাপক বন্যা দেখা দেয় এবং সড়কযোগাযোগ ভেঙে পড়ে। 
 
পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই দুই নারী ফিলিপাইনের নাগরিক এবং তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ৪৬ বছর। শারজাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইফ আল-জারি আল-শামসি বলেছেন, ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ অপারেশন রুমে একটি জরুরি সেবা কল আসে। কল পেয়ে ন্যাশনাল অ্যাম্বুলেন্সের একটি দল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালায়, কিন্তু তা সম্ভব হয়নি। 

ওই গাড়িতে সব মিলিয়ে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। পুরুষ দুজন গাড়ি থেকে কোনোমতে বের হয়ে সাহায্যের আশায় আশপাশে খোঁজ করলেও ওই দুই নারী গাড়ির ভেতরে আটকা পড়েন। সে সময় গাড়িটির শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র চালু ও জানালা বন্ধ ছিল। 

পরে পুরুষ দুজন ফিরে এসে গাড়ির ভেতরের ওই দুজনকে অচেতন অবস্থায় পান। দ্রুতই তাঁরা পুলিশ ও ন্যাশনাল অ্যাম্বুলেন্সের কাছে সহায়তা চেয়ে পাঠান, কিন্তু অ্যাম্বুলেন্স তাঁদের কাছে পৌঁছাতে পারেনি। পরে পুলিশের দলটি স্থানীয় সময় রাত ১০টায় পৌঁছে তাঁদের নিয়ে আল কাসিমি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। 

ওই দুই নারীর ফরেনসিক পরীক্ষা বলছে, তাঁরা দুজনই মূলত গাড়ির ভেতরের বদ্ধ পরিসরে জমে যাওয়া কার্বন মনো-অক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ