
গাজার দেইর আল বালাহতে ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত সাত কর্মী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
বিবৃতিতে সংস্থাটি বলে, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে এই অঞ্চলে আমাদের কার্যক্রম বন্ধ করছে। আমরা শিগগিরই আমাদের কাজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’
নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে নিহতদের শরীরে রক্তমাখা পাসপোর্ট ও ডব্লিউসিকে লোগোসংবলিত ভেস্ট দেখতে পাওয়া যায়।
সামুদ্রিক করিডরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী দুটি দাতব্য সংস্থার মধ্যে এই সংস্থা একটি। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক জোমি ফ্রাঙ্কম রয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় অ্যালবানিজ বলেন, ‘এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অস্ট্রেলিয়া ত্রাণকর্মীদের মৃত্যুর জন্য সম্পূর্ণ জবাবদিহি প্রত্যাশা করে।’
যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে জাতিসংঘ হুঁশিয়ারি দেওয়ার পরও ত্রাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা আসে। অঞ্চলটিতে গত অক্টোবর থেকে অন্তত ৩২ হাজার ৮৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

গাজার দেইর আল বালাহতে ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত সাত কর্মী নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহত দলটি ডব্লিউসিকে লোগোযুক্ত গাড়িতে করে একটি বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়।
সংস্থার সিইও এরিন গোর বলেন, ‘এটি কেবল ডব্লিউসিকের বিরুদ্ধে আক্রমণ নয়, ‘এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এ ঘটনায় অঞ্চলটিতে খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে।’
বিবৃতিতে সংস্থাটি বলে, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে এই অঞ্চলে আমাদের কার্যক্রম বন্ধ করছে। আমরা শিগগিরই আমাদের কাজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব।’
নিহত সাত কর্মীরা হলেন— যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে নিহতদের শরীরে রক্তমাখা পাসপোর্ট ও ডব্লিউসিকে লোগোসংবলিত ভেস্ট দেখতে পাওয়া যায়।
সামুদ্রিক করিডরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী দুটি দাতব্য সংস্থার মধ্যে এই সংস্থা একটি। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডর দিয়ে আনা ১০০ টন খাদ্যসহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক জোমি ফ্রাঙ্কম রয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় অ্যালবানিজ বলেন, ‘এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অস্ট্রেলিয়া ত্রাণকর্মীদের মৃত্যুর জন্য সম্পূর্ণ জবাবদিহি প্রত্যাশা করে।’
যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে জাতিসংঘ হুঁশিয়ারি দেওয়ার পরও ত্রাণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা আসে। অঞ্চলটিতে গত অক্টোবর থেকে অন্তত ৩২ হাজার ৮৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪০ মিনিট আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে