Ajker Patrika

ফোরদো আগেই খালি করা হয়েছিল: ইরান

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২৫, ১৪: ৩৩
ম্যাক্সার স্যাটেলাইটে তোলা ফোরদো পারমাণবিক কেন্দ্র। ছবি: সংগৃহীত
ম্যাক্সার স্যাটেলাইটে তোলা ফোরদো পারমাণবিক কেন্দ্র। ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতান্‌জ ও ইস্পাহানে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। বোমার পর তাৎক্ষণিক বক্তব্যে ট্রাম্প বলেছেন, ‘ফোরদো শেষ!’ বাকি দুটির অবস্থা অবশ্য এখনো জানানো হয়নি।

তবে ইরান বলছে, ফোরদো থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আর এমন কোনো ক্ষতি হয়নি যে সেটি সারানো সম্ভব নয়।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ইরান ফোরদোতে মার্কিন হামলার আশঙ্কা করছিল। এ কারণে তাঁরা আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিয়েছে।

মাহদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘স্থানটি (ফোরদো) অনেক আগেই খালি করা হয়েছিল এবং হামলায় কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘দুটি বিষয় নিশ্চিত: প্রথমত, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না। দ্বিতীয়ত, জুয়াড়ি এবার হারবে।’

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিংক ট্যাংক, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি), সংঘাতের সর্বশেষ যৌথ মূল্যায়নে বলেছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার বলেছেন, পারমাণবিক উপকরণ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুই থিংক ট্যাংক জানিয়েছে, পারমাণবিক উপকরণ লুকিয়ে রেখে রক্ষা করার এই ইরানি প্রচেষ্টা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে তুলবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত