অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। পাহাড়ের ভেতরে গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তাবেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশপথে মাটি জমে থাকতে দেখা যাচ্ছে, যা হামলার আশঙ্কায় সুরক্ষা জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুন তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত ১৬টি ডাম্পট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র (আর্থমুভার) প্রবেশপথের কাছে সারিবদ্ধভাবে রাখা। পরদিন, ২০ জুনের ছবিতে দেখা যায়, টানেলগুলোর প্রবেশপথের কিছু অংশ মাটি দিয়ে আচ্ছাদিত এবং ডাম্পট্রাকগুলো সেগুলোর দিকে চলছে। পাশেই আর্থমুভার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে।
ফোরদো পারমাণবিক স্থাপনাটি একটি পর্বতের অভ্যন্তরে, যা স্বাভাবিক বোমা হামলা থেকে সুরক্ষার জন্যই অনেক গভীরে নির্মিত। মূল চেম্বারগুলো মাটির অন্তত ৮০ থেকে ৯০ মিটার (প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট) নিচে অবস্থিত বলে ধারণা করা হয়।
বিশ্লেষক ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এ ধরনের স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা বাংকার বাস্টার বোমাই কেবল এত গভীরে হামলা চালাতে পারে।
গত ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক মহলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল ফোরদো পারমাণবিক কেন্দ্র। ইরানের অন্যতম এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করতে শুরু থেকেই মরিয়া নেতানিয়াহু। একাধিকবার যুক্তরাষ্ট্রকে এখানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রও হামলা চালাতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ইঙ্গিত দিচ্ছিল কয়েক দিন ধরেই। তাই, সর্বোচ্চ সতর্কতাস্বরূপ আগেই ফোরদো খালি করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
অবশ্য আজ রোববার ফোরদো, নাতান্জ ও ইস্পাহানে হামলার পর ইরানি কর্মকর্তারা বলেছেন, বিশেষ করে ফোরদো আগেই খালি করা হয়েছে। আর মার্কিন বোমায় কোনো অপূরণীয় ক্ষতিও হয়নি। এই ক্ষয়ক্ষতি দ্রুতই মিটিয়ে নিতে পারবে ইরান।
গতকাল শনিবার দুই মার্কিন থিংক ট্যাংকও জানিয়েছিল, তাদের মূল্যায়ন বলছে, ইরান ফোরদো থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। পাহাড়ের ভেতরে গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তাবেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশপথে মাটি জমে থাকতে দেখা যাচ্ছে, যা হামলার আশঙ্কায় সুরক্ষা জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুন তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত ১৬টি ডাম্পট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র (আর্থমুভার) প্রবেশপথের কাছে সারিবদ্ধভাবে রাখা। পরদিন, ২০ জুনের ছবিতে দেখা যায়, টানেলগুলোর প্রবেশপথের কিছু অংশ মাটি দিয়ে আচ্ছাদিত এবং ডাম্পট্রাকগুলো সেগুলোর দিকে চলছে। পাশেই আর্থমুভার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে।
ফোরদো পারমাণবিক স্থাপনাটি একটি পর্বতের অভ্যন্তরে, যা স্বাভাবিক বোমা হামলা থেকে সুরক্ষার জন্যই অনেক গভীরে নির্মিত। মূল চেম্বারগুলো মাটির অন্তত ৮০ থেকে ৯০ মিটার (প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট) নিচে অবস্থিত বলে ধারণা করা হয়।
বিশ্লেষক ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এ ধরনের স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা বাংকার বাস্টার বোমাই কেবল এত গভীরে হামলা চালাতে পারে।
গত ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক মহলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল ফোরদো পারমাণবিক কেন্দ্র। ইরানের অন্যতম এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করতে শুরু থেকেই মরিয়া নেতানিয়াহু। একাধিকবার যুক্তরাষ্ট্রকে এখানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রও হামলা চালাতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ইঙ্গিত দিচ্ছিল কয়েক দিন ধরেই। তাই, সর্বোচ্চ সতর্কতাস্বরূপ আগেই ফোরদো খালি করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
অবশ্য আজ রোববার ফোরদো, নাতান্জ ও ইস্পাহানে হামলার পর ইরানি কর্মকর্তারা বলেছেন, বিশেষ করে ফোরদো আগেই খালি করা হয়েছে। আর মার্কিন বোমায় কোনো অপূরণীয় ক্ষতিও হয়নি। এই ক্ষয়ক্ষতি দ্রুতই মিটিয়ে নিতে পারবে ইরান।
গতকাল শনিবার দুই মার্কিন থিংক ট্যাংকও জানিয়েছিল, তাদের মূল্যায়ন বলছে, ইরান ফোরদো থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে।
আরও খবর পড়ুন:
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৯ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৯ ঘণ্টা আগে