
ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।
বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।
কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।
একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।
কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।
জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে।

ইরাকে বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরের কাছে এই হামলা হয়।
বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে আইএস জানায়, রোববারের হামলার নেপথ্যে তাঁরা। এ ছাড়া বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে। এই হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই কর্মকর্তা।
কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটির দখল নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী। দেশটিতে আইএস’র তৎপরতা বেড়ে গেলে শহরটি ছেড়ে যায় ইরাকি বাহিনী। এর পর কুর্দির আঞ্চলিক সরকার ফের কিরকুকের নিয়ন্ত্রণ নেয়।
একটা সময় আইএস ইরাকের পূর্বাঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী সিরিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের শাসন জারি করেছিল।
কিন্তু ২০১৭ সালে সিরিয়ার সীমান্ত অঞ্চলের ঘাঁটিগুলো থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়ে জয় ঘোষণা করে ইরাকি বাহিনী। ২০১৯ সালে আইএসের দখলে থাকা শেষ অঞ্চলটিও পুনর্দখলে নেয় ইরাকিরা। তবে জঙ্গিগোষ্ঠীটি একটি ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করে জাতিসংঘ।
জাতিসংঘের হিসেবে, সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার যোদ্ধা আছে। এদের অধিকাংশই দেশ দুটির প্রত্যন্ত এলাকায় আত্মগোপনে রয়েছে আর চোরাগোপ্তা হামলা ও রাস্তার পাশে বোমা পেতে রাখার মতো বিভিন্ন গেরিলা আক্রমণ অব্যাহত রেখেছে।

২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
৪৩ মিনিট আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৫ ঘণ্টা আগে