লেবাননজুড়ে গতকাল মঙ্গলবার অন্তত ৩ হাজার পেজারে বিস্ফোরণ ঘটেছে। এতে ৯ জন নিহত ও ৩ হাজার জন আহত হয়েছে। লেবাননের দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণের পেছনে দায়ী। সূত্রগুলোর দাবি, মোসাদ অন্তত ৫ হাজার পেজারে বিস্ফোরক বসিয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স পৃথক দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এই বিস্ফোরণ হিজবুল্লাহর নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা। এই বিস্ফোরণের ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমিনিও সামান্য আহত হয়েছেন।
লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো নামে একটি কোম্পানি থেকে কেনা হয়েছিল। তবে কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, তারা ডিভাইসগুলো তৈরি করেনি। তারা বলেছে, বিএসি নামক একটি কোম্পানি এই ডিভাইসগুলো তৈরি করে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করেছিল এতে। বিএসির অনুমতি আছে গোল্ড অ্যাপোলের ব্র্যান্ড নেম ব্যবহার করার।
সিরিজ পেজার বিস্ফোরণের পর হিজবুল্লাহ আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, অন্যান্য দিনের মতো আজও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। গাজার জনগণ এবং হামাসকে সমর্থন করার জন্য তাদের অভিযান শত্রু ইসরায়েলের বিরুদ্ধে চলতে থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বিস্ফোরণের প্লট তৈরিতে কয়েক মাস সময় লেগেছে বলে মনে হচ্ছে। লেবাননের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে ৫ হাজার পেজার অর্ডার করেছিল। যেগুলো চলতি বছরের শুরুতেই লেবাননে নেওয়া হয়েছিল।
লেবাননের নিরাপত্তাবাহিনীর ওই সূত্র বিস্ফোরিত পেজারের মডেল শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, এই পেজারগুলো ছিল গোল্ড অ্যাপোলোর তৈরি এপি-৯২৪। গোল্ড অ্যাপোলো বিবৃতিতে জানিয়েছে, তারা সরাসরি এই ডিভাইসগুলো তৈরি করেনি। তবে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করে ইউরোপীয় প্রতিষ্ঠান বিএসি এগুলো তৈরি করেছে।
হিজবুল্লাহর সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি ট্র্যাকিং এড়াতে যোগাযোগের মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করে। লেবানিজ সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ‘উৎপাদন পর্যায়েই’ ডিভাইসগুলোতে বিস্ফোরক বসিয়েছে। সূত্রটি বলেছে, ‘মোসাদ ডিভাইসের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল যাতে বিস্ফোরক উপাদান ছিল। যা কোড গ্রহণের মাধ্যমে বিস্ফোরিত হওয়ার উপযুক্ত। যেকোনো উপায়ে এটি শনাক্ত করা খুব কঠিন। এমনকি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়।’
সূত্রটি বলেছে, মোসাদ কোড পাঠিয়ে প্রায় ৩ হাজার পেজারের বিস্ফোরণ ঘটিয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, নতুন পেজারগুলোতে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল এবং কয়েক মাস আগে এগুলো হিজবুল্লাহর কাছে এলেও তারা বিষয়টি জানতে পারেনি।
লেবাননজুড়ে গতকাল মঙ্গলবার অন্তত ৩ হাজার পেজারে বিস্ফোরণ ঘটেছে। এতে ৯ জন নিহত ও ৩ হাজার জন আহত হয়েছে। লেবাননের দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণের পেছনে দায়ী। সূত্রগুলোর দাবি, মোসাদ অন্তত ৫ হাজার পেজারে বিস্ফোরক বসিয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স পৃথক দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এই বিস্ফোরণ হিজবুল্লাহর নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা। এই বিস্ফোরণের ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমিনিও সামান্য আহত হয়েছেন।
লেবাননের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো নামে একটি কোম্পানি থেকে কেনা হয়েছিল। তবে কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, তারা ডিভাইসগুলো তৈরি করেনি। তারা বলেছে, বিএসি নামক একটি কোম্পানি এই ডিভাইসগুলো তৈরি করে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করেছিল এতে। বিএসির অনুমতি আছে গোল্ড অ্যাপোলের ব্র্যান্ড নেম ব্যবহার করার।
সিরিজ পেজার বিস্ফোরণের পর হিজবুল্লাহ আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, অন্যান্য দিনের মতো আজও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। গাজার জনগণ এবং হামাসকে সমর্থন করার জন্য তাদের অভিযান শত্রু ইসরায়েলের বিরুদ্ধে চলতে থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বিস্ফোরণের প্লট তৈরিতে কয়েক মাস সময় লেগেছে বলে মনে হচ্ছে। লেবাননের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে ৫ হাজার পেজার অর্ডার করেছিল। যেগুলো চলতি বছরের শুরুতেই লেবাননে নেওয়া হয়েছিল।
লেবাননের নিরাপত্তাবাহিনীর ওই সূত্র বিস্ফোরিত পেজারের মডেল শনাক্ত করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, এই পেজারগুলো ছিল গোল্ড অ্যাপোলোর তৈরি এপি-৯২৪। গোল্ড অ্যাপোলো বিবৃতিতে জানিয়েছে, তারা সরাসরি এই ডিভাইসগুলো তৈরি করেনি। তবে তাদের ব্র্যান্ড নেম ব্যবহার করে ইউরোপীয় প্রতিষ্ঠান বিএসি এগুলো তৈরি করেছে।
হিজবুল্লাহর সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি ট্র্যাকিং এড়াতে যোগাযোগের মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করে। লেবানিজ সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ‘উৎপাদন পর্যায়েই’ ডিভাইসগুলোতে বিস্ফোরক বসিয়েছে। সূত্রটি বলেছে, ‘মোসাদ ডিভাইসের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল যাতে বিস্ফোরক উপাদান ছিল। যা কোড গ্রহণের মাধ্যমে বিস্ফোরিত হওয়ার উপযুক্ত। যেকোনো উপায়ে এটি শনাক্ত করা খুব কঠিন। এমনকি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়।’
সূত্রটি বলেছে, মোসাদ কোড পাঠিয়ে প্রায় ৩ হাজার পেজারের বিস্ফোরণ ঘটিয়েছে। অন্য একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, নতুন পেজারগুলোতে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল এবং কয়েক মাস আগে এগুলো হিজবুল্লাহর কাছে এলেও তারা বিষয়টি জানতে পারেনি।
চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের অন্যতম ব্যবসা টেসলার মুনাফায় ব্যাপক ধস নেমেছে। আর এতেই টনক নড়েছে মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিজের ভূমিকা কমিয়ে ব্যবসায় আরও বেশি মনযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য
১ ঘণ্টা আগেআইবির এই কর্মকর্তা লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি)–এর অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ইসরায়েলের সরকারি অ্যাকাউন্ট থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছিল। তবে পরে তা মুছে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা। যদিও ইসরায়েল সরকার এই শোকবার্তা মুছে ফেলার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
২ ঘণ্টা আগেনতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন...
২ ঘণ্টা আগে