
ইরানে চলমান হিজাব বিরোধী আন্দোলনের মধ্যেই এবার মেহরশাদ শাহিদি (১৯) নামে এক তারকা রাঁধুনিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির রেভ্যুলেশনারী গার্ডের (আইআরজিসি) বিরুদ্ধে। ইরানের ‘জেমি অলিভার’ নামে পরিচিত ওই তরুণকে ২০ তম জন্মদিনের আগে গত ২৬ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মেহরশাদ শাহিদির মৃত্যুতে ইরানে শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার তাঁর শেষকৃত্যে অংশ নিতে রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ অংশ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার এনডিটিভি জানিয়েছে, ইরানের আরাক শহরে আন্দোলন চলাকালে ১৯ বছরের এ তরুণকে গ্রেপ্তার করা হয়। শাহিদির পরিবারের দাবি, আইআরজিসির হেফাজতে লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়। পরিবার আরও দাবি করেছে, মাথার খুলিতে আঘাত পেয়ে মৃত্যু হলেও তাদের সন্তান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলতে চাপ দেওয়া হচ্ছে।
ইরানের কর্তৃপক্ষ নিরাপত্তাবাহিনীর হেফাজতে শাহিদির মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। দেশটির প্রধান বিচারক আব্দুলমেহদি মুসাভি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শাহিদির বাহু, পা বা মাথার খুলিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি তাঁর মস্তিষ্কেও কোনো ধরনের আঘাত লাগেনি।’
ইরানের কর্তৃপক্ষ মেহরশাদ শাহিদিকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন, ইরানের বিপ্লবী গার্ড কর্পসের নির্যাতনেই (আইআরজিসি) শাহিদির মৃত্যু হয়েছে। তাঁরা এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে প্রায় ২ শতাধিক মানুষ মারা গিয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।

ইরানে চলমান হিজাব বিরোধী আন্দোলনের মধ্যেই এবার মেহরশাদ শাহিদি (১৯) নামে এক তারকা রাঁধুনিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেশটির রেভ্যুলেশনারী গার্ডের (আইআরজিসি) বিরুদ্ধে। ইরানের ‘জেমি অলিভার’ নামে পরিচিত ওই তরুণকে ২০ তম জন্মদিনের আগে গত ২৬ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মেহরশাদ শাহিদির মৃত্যুতে ইরানে শোকের ছায়া নেমে এসেছে। গত শনিবার তাঁর শেষকৃত্যে অংশ নিতে রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ অংশ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার এনডিটিভি জানিয়েছে, ইরানের আরাক শহরে আন্দোলন চলাকালে ১৯ বছরের এ তরুণকে গ্রেপ্তার করা হয়। শাহিদির পরিবারের দাবি, আইআরজিসির হেফাজতে লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়। পরিবার আরও দাবি করেছে, মাথার খুলিতে আঘাত পেয়ে মৃত্যু হলেও তাদের সন্তান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলতে চাপ দেওয়া হচ্ছে।
ইরানের কর্তৃপক্ষ নিরাপত্তাবাহিনীর হেফাজতে শাহিদির মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। দেশটির প্রধান বিচারক আব্দুলমেহদি মুসাভি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শাহিদির বাহু, পা বা মাথার খুলিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি তাঁর মস্তিষ্কেও কোনো ধরনের আঘাত লাগেনি।’
ইরানের কর্তৃপক্ষ মেহরশাদ শাহিদিকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন, ইরানের বিপ্লবী গার্ড কর্পসের নির্যাতনেই (আইআরজিসি) শাহিদির মৃত্যু হয়েছে। তাঁরা এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে প্রায় ২ শতাধিক মানুষ মারা গিয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।

ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২২ মিনিট আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪ ঘণ্টা আগে