
গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে ২৪ ঘণ্টায় ১৬০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে দেশটির ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে ফিলিস্তিনিদের লাশ উদ্ধারের কথা উল্লেখ করে।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আদিম পদ্ধতিতে মৃতদেহ খুঁজে বের করার কথা বলা হয়।
এতে বলা হয়, ‘আমরা একটি বাস্তব মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। যুদ্ধে মানবিক বিরতির শুরু থেকেই এর ভয়াবহ রূপ সামনে আসা শুরু করেছে। দখলদার বাহিনীর হামলায় ৩ লাখ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ভবন পুরোপুরি গুঁড়িয়ে গেছে এবং অন্য আড়াই লাখ ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে।’
এ ছাড়া আরও বলা হয়, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত মানুষ এখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারছে না। দখলদার বাহিনী তাদের বাধা দিচ্ছে এবং তাদের লক্ষ্য করে গোলাবারুদ ছুড়ছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয়।
কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এতে দখলদার বাহিনীর ধ্বংস করা হাজার হাজার বাড়ি-ঘর, স্কুল ও হাসপাতালের ধ্বংসস্তূপ উত্তোলনে সহায়তা হবে।
গত সোমবার কাতার চার দিনের সাময়িক মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দেয়। এই চুক্তির অধীনে আরও অনেক জিম্মি ও বন্দিবিনিময় হবে।
গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানো শুরু করে ইসরায়েল। এতে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজার হাজার নারী।
ইসরায়েলি সরকারি তথ্য মোতাবেক ইসরায়েলে মৃতের সংখ্যা মোট ১ হাজার ২০০।

গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে ২৪ ঘণ্টায় ১৬০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে দেশটির ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে ফিলিস্তিনিদের লাশ উদ্ধারের কথা উল্লেখ করে।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আদিম পদ্ধতিতে মৃতদেহ খুঁজে বের করার কথা বলা হয়।
এতে বলা হয়, ‘আমরা একটি বাস্তব মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। যুদ্ধে মানবিক বিরতির শুরু থেকেই এর ভয়াবহ রূপ সামনে আসা শুরু করেছে। দখলদার বাহিনীর হামলায় ৩ লাখ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ভবন পুরোপুরি গুঁড়িয়ে গেছে এবং অন্য আড়াই লাখ ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে।’
এ ছাড়া আরও বলা হয়, উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত মানুষ এখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারছে না। দখলদার বাহিনী তাদের বাধা দিচ্ছে এবং তাদের লক্ষ্য করে গোলাবারুদ ছুড়ছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম কার্যালয়।
কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এতে দখলদার বাহিনীর ধ্বংস করা হাজার হাজার বাড়ি-ঘর, স্কুল ও হাসপাতালের ধ্বংসস্তূপ উত্তোলনে সহায়তা হবে।
গত সোমবার কাতার চার দিনের সাময়িক মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দেয়। এই চুক্তির অধীনে আরও অনেক জিম্মি ও বন্দিবিনিময় হবে।
গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানো শুরু করে ইসরায়েল। এতে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। নিহতদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজার হাজার নারী।
ইসরায়েলি সরকারি তথ্য মোতাবেক ইসরায়েলে মৃতের সংখ্যা মোট ১ হাজার ২০০।

আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৬ ঘণ্টা আগে