
রাশিয়ার কাছ থেকে ‘সু-৩৫’ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউইয়র্কে জাতিসংঘের ইরান মিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এটি কেনার জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।
তবে আইআরআইবির প্রতিবেদনে রাশিয়ার নিশ্চিতকরণের কোনো তথ্য নেই। রাশিয়া এখন পর্যন্ত এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি।
রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবরটি গত বৃহস্পতিবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর পশ্চিমাদের চাপের মুখে পড়ে রাশিয়া। তখন ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওই বছরের জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইরান রাশিয়ার কাছে ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে। তবে ইরান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে হামলা শুরু করার আগে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।
অন্যদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে। মস্কো বলেছে, ইউক্রেনে তারা ইরানের ড্রোন ব্যবহার করেনি।
রয়টার্স বলেছে, ইরানের বিমানবাহিনীর কাছে কয়েক ডজন ‘স্ট্রাইক এয়ারক্রাফট’ রয়েছে। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ও পুরোনো আমলের মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইরান বলেছিল, তারা বিমানবাহিনীর জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা ‘কাউসার ফাইটার’ তৈরি করতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিমানটি ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-৫ যুদ্ধবিমানের অনুকরণে তৈরি করা হয়েছে।

রাশিয়ার কাছ থেকে ‘সু-৩৫’ নামের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউইয়র্কে জাতিসংঘের ইরান মিশনের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এটি কেনার জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।
তবে আইআরআইবির প্রতিবেদনে রাশিয়ার নিশ্চিতকরণের কোনো তথ্য নেই। রাশিয়া এখন পর্যন্ত এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। জাতিসংঘের ইরান মিশন বলেছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করেনি।
রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবরটি গত বৃহস্পতিবার প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর পশ্চিমাদের চাপের মুখে পড়ে রাশিয়া। তখন ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওই বছরের জুলাইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। ইরান রাশিয়ার কাছে ড্রোন পাঠানোর কথা স্বীকারও করেছে। তবে ইরান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনে হামলা শুরু করার আগে ওই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।
অন্যদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে। মস্কো বলেছে, ইউক্রেনে তারা ইরানের ড্রোন ব্যবহার করেনি।
রয়টার্স বলেছে, ইরানের বিমানবাহিনীর কাছে কয়েক ডজন ‘স্ট্রাইক এয়ারক্রাফট’ রয়েছে। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমান ও পুরোনো আমলের মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।
এর আগে ২০১৮ সালে ইরান বলেছিল, তারা বিমানবাহিনীর জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা ‘কাউসার ফাইটার’ তৈরি করতে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুদ্ধবিমানটি ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ-৫ যুদ্ধবিমানের অনুকরণে তৈরি করা হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে