
গাজা ও মিসর সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলের অভিযান আরও বিস্তৃত হচ্ছে—এ কথা জানিয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানান হয়েছে।
গতকাল শনিবার নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সব ফ্রন্টেই ইসরায়েলি বাহিনী লড়ছে। বিজয় অর্জন করতে সময় লাগবে। প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান যেমনটা বলেছেন, আরও বেশ কয়েক মাস ধরেই যুদ্ধ চলবে।
এ সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ এবং ইরানের প্রতিও হুমকি ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধের পরিধি বাড়ায় তবে তারা এমন আঘাতের সম্মুখীন হবে, যা কখনো ভাবতেও পারেনি। একই কথা ইরানের জন্যও প্রযোজ্য।
তিনি আরও বলেন, ‘ফিলাডেলফিয়া করিডর বাফার জোন, যা মিসরের সঙ্গে গাজার সীমান্ত বরাবর চলে গেছে, তা অবশ্যই ইসরায়েলের হাতে থাকতে হবে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। অন্য যেকোনো অবস্থায় আমরা যে নিরস্ত্রীকরণ চাই, তা নিশ্চিত হবে না।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার আল-বুরেজ, নুসেইরাত, মাগাজি ও খান ইউনিসে তীব্র যুদ্ধ চলছে। এসব অঞ্চলে ইসরায়েলের লাগাতার বিমান হামলার মধ্যে আহত ফিলিস্তিনিদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় বোমা হামলায় ১৬৫ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছে অন্তত ২১ হাজার ৬৭২ জন ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আহতের সংখ্যা ৫৬ হাজারের বেশি। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলি এই হামলায় ভূখণ্ডটিতে দেখা দিয়েছে মানবিক সংকট।

গাজা ও মিসর সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলের অভিযান আরও বিস্তৃত হচ্ছে—এ কথা জানিয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানান হয়েছে।
গতকাল শনিবার নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সব ফ্রন্টেই ইসরায়েলি বাহিনী লড়ছে। বিজয় অর্জন করতে সময় লাগবে। প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান যেমনটা বলেছেন, আরও বেশ কয়েক মাস ধরেই যুদ্ধ চলবে।
এ সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ এবং ইরানের প্রতিও হুমকি ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধের পরিধি বাড়ায় তবে তারা এমন আঘাতের সম্মুখীন হবে, যা কখনো ভাবতেও পারেনি। একই কথা ইরানের জন্যও প্রযোজ্য।
তিনি আরও বলেন, ‘ফিলাডেলফিয়া করিডর বাফার জোন, যা মিসরের সঙ্গে গাজার সীমান্ত বরাবর চলে গেছে, তা অবশ্যই ইসরায়েলের হাতে থাকতে হবে। এটি অবশ্যই বন্ধ করতে হবে। অন্য যেকোনো অবস্থায় আমরা যে নিরস্ত্রীকরণ চাই, তা নিশ্চিত হবে না।’
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার আল-বুরেজ, নুসেইরাত, মাগাজি ও খান ইউনিসে তীব্র যুদ্ধ চলছে। এসব অঞ্চলে ইসরায়েলের লাগাতার বিমান হামলার মধ্যে আহত ফিলিস্তিনিদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় বোমা হামলায় ১৬৫ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় নিহত হয়েছে অন্তত ২১ হাজার ৬৭২ জন ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আহতের সংখ্যা ৫৬ হাজারের বেশি। এ ছাড়া, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলি এই হামলায় ভূখণ্ডটিতে দেখা দিয়েছে মানবিক সংকট।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৬ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে