
ইয়েমেন থেকে কয়েক শ মাইল দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে কেউ আহতও হয়নি। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে বিপৎসংকেত বাজতে শোনা যায়। লোকজন তড়িঘড়ি আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে যে সাইরেন বাজছিল, তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত হানে। এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, এই অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি রুখতে ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছিল। তবে সেই ইন্টারসেপ্টর হুতি ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে পেরেছে কি না, স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছেন।
এর আগে গত জুলাই মাসে ইয়েমেনের হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয়। জবাবে ইসরায়েলও ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনজন নিহত ও ৮৭ জন আহত হয়।

ইয়েমেন থেকে কয়েক শ মাইল দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি জনশূন্য এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে কেউ আহতও হয়নি। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে বিপৎসংকেত বাজতে শোনা যায়। লোকজন তড়িঘড়ি আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে যে সাইরেন বাজছিল, তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত হানে। এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, এই অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি রুখতে ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছিল। তবে সেই ইন্টারসেপ্টর হুতি ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে পেরেছে কি না, স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখেছেন।
এর আগে গত জুলাই মাসে ইয়েমেনের হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয়। জবাবে ইসরায়েলও ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনজন নিহত ও ৮৭ জন আহত হয়।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৭ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৭ ঘণ্টা আগে