
গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান এ সিদ্ধান্তের কথা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৈঠকে এরদোয়ান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোয়ান বলেন, ‘তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনোই সমর্থন দেবে না।’
ইহুদি জনগণ ভাল করেই জানে তুরস্কই একমাত্র ভূমি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষমুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উসমানীয় যুগে অন্যান্য দেশ থেকে বিতাড়িত ইহুদিদের স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরায়েল দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।

গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান এ সিদ্ধান্তের কথা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৈঠকে এরদোয়ান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোয়ান বলেন, ‘তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনোই সমর্থন দেবে না।’
ইহুদি জনগণ ভাল করেই জানে তুরস্কই একমাত্র ভূমি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষমুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উসমানীয় যুগে অন্যান্য দেশ থেকে বিতাড়িত ইহুদিদের স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরায়েল দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
২ ঘণ্টা আগে