Ajker Patrika

ইরানে মার্কিন হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান কী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯: ৫৫
ইরানে মার্কিন হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান কী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সিএনএন

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। যদিও ক্রেমলিন সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেছে।

এই পরিস্থিতিতে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানি মন্ত্রী এরই মধ্যে রাশিয়া পৌঁছেছেন। এই বৈঠক থেকেই রাশিয়ার মধ্যস্থতার একটি সম্ভাব্য পথ খুলে যেতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মার্কিন হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলেছে, এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলবে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানের কারণে রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না। তাঁর মতে, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।

উল্লেখ্য, রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র। এমনকি বর্তমান উত্তেজনাতেও তারা ইরানের প্রতি সমর্থন বজায় রেখেছে। তবে ইসরায়েলের প্রতি রাশিয়ার বক্তব্য অত্যন্ত সতর্কতামূলক, কারণ ইসরায়েলে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া থেকে আগত প্রায় দেড় মিলিয়নেরও বেশি রুশভাষী মানুষ বাস করেন। পুতিন নিজেও ইসরায়েলকে ‘প্রায় রুশভাষী দেশ’ বলে অভিহিত করেছেন।

এদিকে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন, ইরানের ওপর মার্কিন হামলা খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, শান্তি স্থাপনকারী প্রেসিডেন্ট হিসেবে আসা ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যুদ্ধের সূচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুতিনের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত