আজকের পত্রিকা ডেস্ক

গত শুক্রবার ভোরে বিনা উসকানিতে ইরানে হামলা করে ইসরায়েল। সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি ইরানের। এরপর পাল্টা হামলা শুরু করে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। সংঘাতে এ পর্যন্ত দুই শতাধিক এবং ইসরায়েলে প্রায় ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। তেল আবিব, হাইফা, বাত ইয়ামের মতো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এদিকে গতকাল সোমবার রাতে একটানা সাইরেন বাজছিল। ফলে ইসরায়েলিরা প্রায় সারা রাত আশ্রয়কেন্দ্রে যাওয়া-আসা করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কোথায় আঘাত হেনেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নেগেভের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে বলে কিছু রিপোর্টে জানানো হয়েছে।
তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ে এরই মধ্যে ১৪ হাজারটি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। ২৪টি ভবন ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এটি এমন এক সময়ে ঘটল, যখন তেল শোধনাগার এবং অন্যান্য শোধনাগার, বিশেষ করে বন্দরনগরী হাইফাতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। হাইফার বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান আরও ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে বলে উদ্বিগ্ন ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে।
এর আগে গত রাতে ইসরায়েলের দিকে ছোড়া ৩০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ।

গত শুক্রবার ভোরে বিনা উসকানিতে ইরানে হামলা করে ইসরায়েল। সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি ইরানের। এরপর পাল্টা হামলা শুরু করে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। সংঘাতে এ পর্যন্ত দুই শতাধিক এবং ইসরায়েলে প্রায় ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। তেল আবিব, হাইফা, বাত ইয়ামের মতো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এদিকে গতকাল সোমবার রাতে একটানা সাইরেন বাজছিল। ফলে ইসরায়েলিরা প্রায় সারা রাত আশ্রয়কেন্দ্রে যাওয়া-আসা করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কোথায় আঘাত হেনেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নেগেভের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে বলে কিছু রিপোর্টে জানানো হয়েছে।
তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ে এরই মধ্যে ১৪ হাজারটি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। ২৪টি ভবন ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এটি এমন এক সময়ে ঘটল, যখন তেল শোধনাগার এবং অন্যান্য শোধনাগার, বিশেষ করে বন্দরনগরী হাইফাতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। হাইফার বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান আরও ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে বলে উদ্বিগ্ন ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে।
এর আগে গত রাতে ইসরায়েলের দিকে ছোড়া ৩০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে