আজকের পত্রিকা ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এমনটাই দেখা গেছে গতকাল মঙ্গলবার তেহরানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে জনতার ভিড়ের মধ্যে ছিলেন কানি। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর আজ তেহরানের জনগণের সমাবেশে উপস্থিত ছিলেন কমান্ডার কানি।’
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তেহরানে বিজয় উদ্যাপন অনুষ্ঠানে উল্লসিত জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এ বিজয় উদ্যাপন ছিল জায়োনিস্ট (ইসরায়েলি) শাসকগোষ্ঠীর বিরুদ্ধে।’
এর আগে, চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলের চালানো হামলায় নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক নেতা কানিও রয়েছেন।
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও রয়েছে। ইসরায়েল দাবি করছে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে ইরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
ইরান পাল্টা হামলা হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে। টানা ১২ দিন ধরে আকাশপথে চলা লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতের দিকে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে দুপক্ষের চলমান সংঘাতের অবসান ঘটে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এমনটাই দেখা গেছে গতকাল মঙ্গলবার তেহরানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে জনতার ভিড়ের মধ্যে ছিলেন কানি। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর আজ তেহরানের জনগণের সমাবেশে উপস্থিত ছিলেন কমান্ডার কানি।’
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তেহরানে বিজয় উদ্যাপন অনুষ্ঠানে উল্লসিত জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এ বিজয় উদ্যাপন ছিল জায়োনিস্ট (ইসরায়েলি) শাসকগোষ্ঠীর বিরুদ্ধে।’
এর আগে, চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলের চালানো হামলায় নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক নেতা কানিও রয়েছেন।
গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও রয়েছে। ইসরায়েল দাবি করছে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে ইরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
ইরান পাল্টা হামলা হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে। টানা ১২ দিন ধরে আকাশপথে চলা লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতের দিকে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে দুপক্ষের চলমান সংঘাতের অবসান ঘটে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২২ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে