
ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত ৭ অক্টোবরেই। তারপর থেকে ইসরায়েলের একতরফা আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি। আইডিএফ অধিকৃত পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় অভিযান ও হামলা চালাচ্ছে, যা ইসরায়েল-হামাস সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ হাজার।
এদিকে দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে বিস্তৃত সংঘাত চায় না। বিশেষ করে লেবাননের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না দেশটি। তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক পশ্চিম তীর থেকে জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী নাবলুস, তুলকারেম, এল-বিরেহ, কালকিলিয়া ও আল-আরৌব শরণার্থীশিবিরে অভিযান চালানো শুরু করেছে। এই অভিযানে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত ৭ অক্টোবরেই। তারপর থেকে ইসরায়েলের একতরফা আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি। আইডিএফ অধিকৃত পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় অভিযান ও হামলা চালাচ্ছে, যা ইসরায়েল-হামাস সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ হাজার।
এদিকে দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে বিস্তৃত সংঘাত চায় না। বিশেষ করে লেবাননের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না দেশটি। তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক পশ্চিম তীর থেকে জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী নাবলুস, তুলকারেম, এল-বিরেহ, কালকিলিয়া ও আল-আরৌব শরণার্থীশিবিরে অভিযান চালানো শুরু করেছে। এই অভিযানে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও ব্যবসায়ী রবার্ট ভদ্রর ছেলে রাইহান ভদ্র তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। একান্ত পারিবারিক এই আয়োজনের কিছু ছবি শেয়ার করে দম্পতি নিজেই এই খবরটি জানিয়েছেন, যেখানে কেবল ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন।
৬ মিনিট আগে
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে তারা একটি গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। এমন এক সময়ে তারা এই ঘোষণা দিল, যখন গত মাসে বিচ্ছিন্নতাবাদীদের দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সৌদি সমর্থিত বাহিনী লড়াই চালিয়ে...
২১ মিনিট আগে
২০২৫ সালের হিসাব-নিকাশ নিয়ে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন। বিপুল ক্ষয়ক্ষতি আড়ালে রাখতে রাশিয়া ‘তথ্যযুদ্ধমূলক প্রচারণা’ চালাচ্ছে বলে দাবি করছে ইউক্রেন। তারা বলছে, সামান্য ভূখণ্ডের বিপরীতে বিপুলসংখ্যক সেনা হারিয়েছে রাশিয়া।
২৮ মিনিট আগে
নতুন বছরের শুরুতেই এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী থাকল সুইজারল্যান্ডের বিখ্যাত স্কি রিসোর্ট ক্রানস-মন্টানা। খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে একটি পানশালায় (বার) শ্যাম্পেনের বোতলের ওপর লাগানো ছোট আতশবাজি বা ‘স্পার্কলার’ থেকে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে