
ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত ৭ অক্টোবরেই। তারপর থেকে ইসরায়েলের একতরফা আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি। আইডিএফ অধিকৃত পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় অভিযান ও হামলা চালাচ্ছে, যা ইসরায়েল-হামাস সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ হাজার।
এদিকে দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে বিস্তৃত সংঘাত চায় না। বিশেষ করে লেবাননের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না দেশটি। তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক পশ্চিম তীর থেকে জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী নাবলুস, তুলকারেম, এল-বিরেহ, কালকিলিয়া ও আল-আরৌব শরণার্থীশিবিরে অভিযান চালানো শুরু করেছে। এই অভিযানে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত যুদ্ধে রূপ নিয়েছে গত ৭ অক্টোবরেই। তারপর থেকে ইসরায়েলের একতরফা আক্রমণে গাজায় নিহত হয়েছে অন্তত সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের থাবা কেবল গাজায় সীমাবদ্ধ থাকেনি। আইডিএফ অধিকৃত পশ্চিম তীর ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় অভিযান ও হামলা চালাচ্ছে, যা ইসরায়েল-হামাস সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গাজার খান ইউনিস ও দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৩২৫ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬ হাজার।
এদিকে দক্ষিণ লেবাননে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি অবস্থানে। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গতকাল শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি শহর কিরয়াত শেমোনোকে লক্ষ্য করে দুই দফায় ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায়ও কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সতর্ক করে বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে বিস্তৃত সংঘাত চায় না। বিশেষ করে লেবাননের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না দেশটি। তিনি আরও বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে, লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদক পশ্চিম তীর থেকে জানিয়েছেন, শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী নাবলুস, তুলকারেম, এল-বিরেহ, কালকিলিয়া ও আল-আরৌব শরণার্থীশিবিরে অভিযান চালানো শুরু করেছে। এই অভিযানে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১২ ঘণ্টা আগে