
কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে গত এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।
ঐতিহ্যগতভাবে একজন কুর্দি ইরাকের প্রেসিডেন্ট পদ পেয়ে থাকেন। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে দেশটিতে ক্ষমতার বণ্টন পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট হন একজন কুর্দি, প্রধানমন্ত্রী শিয়া ও পার্লামেন্টের স্পিকার হন সুন্নি। কিন্তু গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ইরাকের রাজনীতিকেরা এটি করতে ব্যর্থ হচ্ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী ৭৮ বছর বয়সী রাশিদ ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহর বিরুদ্ধে জয় পান।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক মনোনীত সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরবর্তী ৩০ দিনের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। ৫২ বছর বয়সী মোহাম্মদ শিয়া আল-সুদানি এর আগে ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
ইরাকের পার্লামেন্টে এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চতুর্থবারের উদ্যোগে নতুন প্রেসিডেন্ট পেল দেশটি। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা হয়। গ্রিন জোনের ভেতরই ইরাকের পার্লামেন্ট অবস্থিত। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য আহত হন।

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে গত এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।
ঐতিহ্যগতভাবে একজন কুর্দি ইরাকের প্রেসিডেন্ট পদ পেয়ে থাকেন। সাম্প্রদায়িক সংঘাত এড়াতে দেশটিতে ক্ষমতার বণ্টন পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট হন একজন কুর্দি, প্রধানমন্ত্রী শিয়া ও পার্লামেন্টের স্পিকার হন সুন্নি। কিন্তু গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ইরাকের রাজনীতিকেরা এটি করতে ব্যর্থ হচ্ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী ৭৮ বছর বয়সী রাশিদ ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহর বিরুদ্ধে জয় পান।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক মনোনীত সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরবর্তী ৩০ দিনের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। ৫২ বছর বয়সী মোহাম্মদ শিয়া আল-সুদানি এর আগে ইরাকের মানবাধিকারবিষয়ক মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
ইরাকের পার্লামেন্টে এর আগে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চতুর্থবারের উদ্যোগে নতুন প্রেসিডেন্ট পেল দেশটি। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে কয়েক দফা রকেট হামলা হয়। গ্রিন জোনের ভেতরই ইরাকের পার্লামেন্ট অবস্থিত। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য আহত হন।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৭ ঘণ্টা আগে