
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অসুস্থতার কারণে জাপানে চার দিনের সফর স্থগিত করেছেন। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি আজ সোমবার এ কথা জানিয়েছেন।
আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজের জাপান সফর। তবে সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হওয়ায় চার দিনব্যাপী সফরটি স্থগিত করেছেন এমবিএস। ২০১৯ সালের পর এটিই সৌদি যুবরাজের প্রথম জাপান সফর হওয়ার কথা ছিল।
ইয়োশিমাসা হায়াশি আজ টোকিওতে নিয়মিত সংবাদ সম্মেলনে সৌদি যুবরাজের জাপান সফর স্থগিতের কথা জানান। দুই দেশ পরবর্তীতে সফরটি পুনর্নির্ধারণ করবে বলেও জানান তিনি। তবে কবে এই সফরটি হতে পারে তার কোনো ইঙ্গিত দেননি হায়াশি।
জাপানের সরকারের মতে, নির্ধারিত এই সফরে সৌদি ক্রাউন প্রিন্সের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করার কথা ছিল। জাপানের গণমাধ্যম জানিয়েছে, জাপানি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে তরল হাইড্রোজেনের সরবরাহ চেইন শক্তিশালী করার ব্যাপারে এমবিএস একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হয়েছিল।
সৌদি সাম্রাজ্যের বেশির ভাগ বিষয়ই পরিচালনা করেন এমবিএস। তিনিই সামনে সৌদি সিংহাসনের দাবিদার। সৌদি ক্রাউন প্রিন্স ২০২২ সালের শেষের দিকেও জাপান সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেই সফর বাতিল করা হয়েছিল।
সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগার পর হাসপাতালে যান। বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমানকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।
মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে, সৌদি বাদশাহর সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।
৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অসুস্থতার কারণে জাপানে চার দিনের সফর স্থগিত করেছেন। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি আজ সোমবার এ কথা জানিয়েছেন।
আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজের জাপান সফর। তবে সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হওয়ায় চার দিনব্যাপী সফরটি স্থগিত করেছেন এমবিএস। ২০১৯ সালের পর এটিই সৌদি যুবরাজের প্রথম জাপান সফর হওয়ার কথা ছিল।
ইয়োশিমাসা হায়াশি আজ টোকিওতে নিয়মিত সংবাদ সম্মেলনে সৌদি যুবরাজের জাপান সফর স্থগিতের কথা জানান। দুই দেশ পরবর্তীতে সফরটি পুনর্নির্ধারণ করবে বলেও জানান তিনি। তবে কবে এই সফরটি হতে পারে তার কোনো ইঙ্গিত দেননি হায়াশি।
জাপানের সরকারের মতে, নির্ধারিত এই সফরে সৌদি ক্রাউন প্রিন্সের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করার কথা ছিল। জাপানের গণমাধ্যম জানিয়েছে, জাপানি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে তরল হাইড্রোজেনের সরবরাহ চেইন শক্তিশালী করার ব্যাপারে এমবিএস একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হয়েছিল।
সৌদি সাম্রাজ্যের বেশির ভাগ বিষয়ই পরিচালনা করেন এমবিএস। তিনিই সামনে সৌদি সিংহাসনের দাবিদার। সৌদি ক্রাউন প্রিন্স ২০২২ সালের শেষের দিকেও জাপান সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেই সফর বাতিল করা হয়েছিল।
সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগার পর হাসপাতালে যান। বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমানকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।
মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে, সৌদি বাদশাহর সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।
৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়।

যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২৪ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে