
সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন।
কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।
এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি।
শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।

সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন।
কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।
এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি।
শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে