
মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।

মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে