
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে