
সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক র্যাবি (ইহুদি ধর্মগুরু) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। রোববার বিবিসি জানিয়েছে, র্যাবির হত্যাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘জিভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল রাষ্ট্র তার ক্ষমতার সমস্ত সীমা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।’
বিবিসি জানিয়েছে, র্যাবি জিভি কোগান অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদ-এর দূত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ও মলডোভার যৌথ নাগরিক কোগানের পরিবারের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। কোগানের মরদেহ উদ্ধারের আগে তাঁর পরিত্যক্ত গাড়িটি বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে পাওয়া যায়।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই হত্যাকাণ্ডকে ‘একটি জঘন্য, ইহুদিবিদ্বেষী হামলা’ বলে অভিহিত করেছেন।
‘চাবাদ’ একটি ধর্মীয় সংগঠন যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে কাজ করে।
২৮ বছর বয়সী জিভি কোগান চাবাদ-এর দূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবনধারা প্রতিষ্ঠা এবং সম্প্রসারণ নিয়ে কাজ করতেন। তিনি দুবাইয়ে একটি সুপারমার্কেটও পরিচালনা করতেন।
উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। কর্তৃপক্ষ বলছে, আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে। এটি ইসরায়েলিদের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েল-হামাসের চলমান সংঘাতেও এই সম্পর্ক বজায় রয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
৬ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৮ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৯ ঘণ্টা আগে