হারেৎজের প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলি সেনাদের কোনো ধরনের হুমকি না থাকলেও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে নির্দেশ দিয়ে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। আজ শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। অভিযানে থাকা সেনাসদস্যরাই এ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে হারেৎজ।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, এক সেনাসদস্য জানিয়েছেন, তিনি যে এলাকায় দায়িত্বে ছিলেন, সেখানে প্রতিদিন সেনাবাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়। ওই সেনার তথ্যমতে, ভিড় নিয়ন্ত্রণের মতো খুবই ছোট ইস্যুগুলোকে সামলাতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘গুলি না চালিয়েও অনায়াসেই এই ভিড় নিয়ন্ত্রণ করা যেত। এটা নিঃসন্দেহে হত্যাকাণ্ড।’
গত এক মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে ৫৪৯ ফিলিস্তিনি, আহত হয়েছে কমপক্ষে ৪ হাজার। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। আর এরপরই এ ইস্যুতে মুখ খুললেন ইসরায়েলি সেনাসদস্যরা।
এই তথ্য ফাঁস হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির পর, যেখানে বলা হয়, গত ২৭ মে থেকে বিভিন্ন মানবিক সহায়তা কেন্দ্র ও জাতিসংঘের খাদ্য সরবরাহকারী ট্রাকের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৪ হাজার জনের বেশি আহত হয়েছে।
এক রিজার্ভ সেনাসদস্য বলেন, ‘আমরা আর গাজায় যুদ্ধ করতে আগ্রহী নই। এটি এমন এক জায়গা হয়ে উঠেছে, যেখানে মানুষের জীবনের কোনো দামই নেই!’ এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘যারা গুলি চালিয়েছে, তাদের কাছে আমরা কৈফিয়ত চেয়েছি যে কেন গুলি চালানো হলো? উত্তর ছিল—ওপরের নির্দেশ। আমি নিজ চোখে দেখেছি, নিহত হওয়া ওই মানুষগুলো সেনাদের খুব কাছেও ছিল না, তাদের হুমকি বলে গণ্য করার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। তবু তাদের হত্যা করা হয়েছে—একেবারে অকারণে। এখন এসব হত্যা যেন স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে!’
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী এমন নৃশংস কর্মকাণ্ডকে ‘ভীতি প্রদর্শনের কৌশল’ বলে চালিয়ে দেয়। মর্টার শেল, ট্যাংক, এমনকি মেশিনগান ব্যবহার করেও ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলি চালানো হয়েছে। সেনাদের ভাষ্যমতে, এসব অভিযানের একটি অপারেশনাল নাম রয়েছে—‘অপারেশন সল্টেড ফিশ’, যা শিশুদের খেলা ‘রেড লাইট, গ্রিন লাইট’–এর (বাংলাদেশের এলন্টি-বেলন্টি বা লণ্ঠন খেলা) ইসরায়েলি সংস্করণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হারেৎজ আরও জানায়, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর ‘ফ্যাক্ট-ফাইন্ডিং অ্যাসেসমেন্ট মেকানিজম’ কিছু ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় আসা ইউনিটগুলোর মধ্যে রয়েছে ডিভিশন ২৫২, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইহুদা ভাখ। হারেৎজ জানায়, জাতিসংঘের ত্রাণসহায়তা ট্রাকের পাশে জড়ো হওয়া নিরস্ত্র বেসামরিকদের ওপর গুলি চালাতে সরাসরি নির্দেশ দিয়েছেন এই জেনারেল।
তবে কর্মকর্তাদের মতে, বাস্তবে এই তদন্তগুলো অর্থহীন ও কাগজে-কলমেই সীমাবদ্ধ। এক আইনি সূত্র হারেৎজকে বলে, ‘এটা শুধু কয়েকজন নিহত হওয়ার বিষয় নয়। প্রতিদিন এখানে ডজন ডজন মানুষ হতাহত হচ্ছে। অথচ বাস্তবে তদন্তের কোনো গতি নেই, দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেই।’ এক সেনাসদস্য বলেন, ‘এই নীতিকে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া হয়েছে। এর পেছনে যে মানসিকতাটা কাজ করে, তা হলো—ফিলিস্তিনিদের সরাতে হবে, এমনকি তারা শুধু খাবারের জন্য এলেও।’
সেনাদের বক্তব্য অনুযায়ী, গাজায় নিয়োজিত ঠিকাদারেরা এই সংকট আরও ঘনীভূত করছে। তাদের কার্যক্রম প্রায় নজরদারি ছাড়াই চলছে। একজন সেনাসদস্য বলেন, ‘প্রতিটি বাড়ি ভাঙার জন্য গাজায় কাজ করা ঠিকাদারেরা ৫ হাজার শেকেল (প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার) করে পাচ্ছে।’

ইসরায়েলি সেনাদের কোনো ধরনের হুমকি না থাকলেও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে নির্দেশ দিয়ে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। আজ শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। অভিযানে থাকা সেনাসদস্যরাই এ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে হারেৎজ।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, এক সেনাসদস্য জানিয়েছেন, তিনি যে এলাকায় দায়িত্বে ছিলেন, সেখানে প্রতিদিন সেনাবাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়। ওই সেনার তথ্যমতে, ভিড় নিয়ন্ত্রণের মতো খুবই ছোট ইস্যুগুলোকে সামলাতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘গুলি না চালিয়েও অনায়াসেই এই ভিড় নিয়ন্ত্রণ করা যেত। এটা নিঃসন্দেহে হত্যাকাণ্ড।’
গত এক মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে ৫৪৯ ফিলিস্তিনি, আহত হয়েছে কমপক্ষে ৪ হাজার। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। আর এরপরই এ ইস্যুতে মুখ খুললেন ইসরায়েলি সেনাসদস্যরা।
এই তথ্য ফাঁস হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির পর, যেখানে বলা হয়, গত ২৭ মে থেকে বিভিন্ন মানবিক সহায়তা কেন্দ্র ও জাতিসংঘের খাদ্য সরবরাহকারী ট্রাকের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৪ হাজার জনের বেশি আহত হয়েছে।
এক রিজার্ভ সেনাসদস্য বলেন, ‘আমরা আর গাজায় যুদ্ধ করতে আগ্রহী নই। এটি এমন এক জায়গা হয়ে উঠেছে, যেখানে মানুষের জীবনের কোনো দামই নেই!’ এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘যারা গুলি চালিয়েছে, তাদের কাছে আমরা কৈফিয়ত চেয়েছি যে কেন গুলি চালানো হলো? উত্তর ছিল—ওপরের নির্দেশ। আমি নিজ চোখে দেখেছি, নিহত হওয়া ওই মানুষগুলো সেনাদের খুব কাছেও ছিল না, তাদের হুমকি বলে গণ্য করার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। তবু তাদের হত্যা করা হয়েছে—একেবারে অকারণে। এখন এসব হত্যা যেন স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে!’
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী এমন নৃশংস কর্মকাণ্ডকে ‘ভীতি প্রদর্শনের কৌশল’ বলে চালিয়ে দেয়। মর্টার শেল, ট্যাংক, এমনকি মেশিনগান ব্যবহার করেও ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলি চালানো হয়েছে। সেনাদের ভাষ্যমতে, এসব অভিযানের একটি অপারেশনাল নাম রয়েছে—‘অপারেশন সল্টেড ফিশ’, যা শিশুদের খেলা ‘রেড লাইট, গ্রিন লাইট’–এর (বাংলাদেশের এলন্টি-বেলন্টি বা লণ্ঠন খেলা) ইসরায়েলি সংস্করণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হারেৎজ আরও জানায়, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর ‘ফ্যাক্ট-ফাইন্ডিং অ্যাসেসমেন্ট মেকানিজম’ কিছু ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় আসা ইউনিটগুলোর মধ্যে রয়েছে ডিভিশন ২৫২, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইহুদা ভাখ। হারেৎজ জানায়, জাতিসংঘের ত্রাণসহায়তা ট্রাকের পাশে জড়ো হওয়া নিরস্ত্র বেসামরিকদের ওপর গুলি চালাতে সরাসরি নির্দেশ দিয়েছেন এই জেনারেল।
তবে কর্মকর্তাদের মতে, বাস্তবে এই তদন্তগুলো অর্থহীন ও কাগজে-কলমেই সীমাবদ্ধ। এক আইনি সূত্র হারেৎজকে বলে, ‘এটা শুধু কয়েকজন নিহত হওয়ার বিষয় নয়। প্রতিদিন এখানে ডজন ডজন মানুষ হতাহত হচ্ছে। অথচ বাস্তবে তদন্তের কোনো গতি নেই, দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেই।’ এক সেনাসদস্য বলেন, ‘এই নীতিকে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া হয়েছে। এর পেছনে যে মানসিকতাটা কাজ করে, তা হলো—ফিলিস্তিনিদের সরাতে হবে, এমনকি তারা শুধু খাবারের জন্য এলেও।’
সেনাদের বক্তব্য অনুযায়ী, গাজায় নিয়োজিত ঠিকাদারেরা এই সংকট আরও ঘনীভূত করছে। তাদের কার্যক্রম প্রায় নজরদারি ছাড়াই চলছে। একজন সেনাসদস্য বলেন, ‘প্রতিটি বাড়ি ভাঙার জন্য গাজায় কাজ করা ঠিকাদারেরা ৫ হাজার শেকেল (প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার) করে পাচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...
২ ঘণ্টা আগে
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা...
২ ঘণ্টা আগে
আর্কটিক মহাদেশের উত্তরের বৃহৎ দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিক দিক থেকে নয়, কৌশলগত এবং জিওপলিটিক মাত্রায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তাকাঠামোতে বাফার ভূমিকা, উত্তরের সমুদ্রপথে প্রভাব এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদ—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক শক্তি...
২ ঘণ্টা আগে