
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৭ মার্চ) জেনিনের একটি শরণার্থীশিবিরে এই অভিযান চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সদস্যও আছেন। হাওয়ারা গ্রামের কাছে একটি ইহুদি বসতিতে দুই ভাইকে গুলি করে হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থীশিবিরের একটি বাড়ির কাছে দাঁড়ানো ফার্নিচারের ট্রাক থেকে ইসরায়েলি সেনারা বের হয়ে আসে। পাহাড়ের ওপরের ওই বাড়ি থেকে শিবিরের মূল অংশটি দেখা যায়। ফিলিস্তিনি যোদ্ধারা তাৎক্ষণিকভাবে গুলি শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির এ ঘটনায় ছয় ফিলিস্তিনি নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এক সদস্যও আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজন বন্দুকধারী অন্যান্য যোদ্ধাদের সঙ্গে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল। লড়াইয়ের একপর্যায়ে ইসরায়েলি বাহিনী তা ঘিরে ফেলে এবং ভবনটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
নিহতদের মধ্যে একজনকে আবদেল ফাত্তাহ খারুশা বলে শনাক্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খারুশা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য। তিনি ২৬ ফেব্রুয়ারি পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের কাছে চেকপয়েন্টে গাড়িতে বসে থাকা দুই ইসরায়েলিকে গুলি করেছিলেন বলে অভিযোগ সামরিক বাহিনীর।
হামাস ও ইসলামিক জিহাদের বিবৃতি অনুযায়ী, নিহতরা সবাই হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর সদস্য ছিলেন। বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা বলেছে, ‘দখলদারদের বিরুদ্ধে সর্বত্র সশস্ত্র প্রতিরোধ জোরদার এবং আমাদের যেসব জমি ইসরায়েলিরা দখল করেছে, সেই সব জায়গায় লড়াই করার জন্য আমাদের জনগণের প্রতি আহ্বান জানাই।’
চলতি বছর ইসরায়েলিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা। এর জেরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় নিহত হচ্ছে বহু ফিলিস্তিনি।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে অন্তত ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৭ মার্চ) জেনিনের একটি শরণার্থীশিবিরে এই অভিযান চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সদস্যও আছেন। হাওয়ারা গ্রামের কাছে একটি ইহুদি বসতিতে দুই ভাইকে গুলি করে হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থীশিবিরের একটি বাড়ির কাছে দাঁড়ানো ফার্নিচারের ট্রাক থেকে ইসরায়েলি সেনারা বের হয়ে আসে। পাহাড়ের ওপরের ওই বাড়ি থেকে শিবিরের মূল অংশটি দেখা যায়। ফিলিস্তিনি যোদ্ধারা তাৎক্ষণিকভাবে গুলি শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির এ ঘটনায় ছয় ফিলিস্তিনি নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এক সদস্যও আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজন বন্দুকধারী অন্যান্য যোদ্ধাদের সঙ্গে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল। লড়াইয়ের একপর্যায়ে ইসরায়েলি বাহিনী তা ঘিরে ফেলে এবং ভবনটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
নিহতদের মধ্যে একজনকে আবদেল ফাত্তাহ খারুশা বলে শনাক্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খারুশা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য। তিনি ২৬ ফেব্রুয়ারি পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের কাছে চেকপয়েন্টে গাড়িতে বসে থাকা দুই ইসরায়েলিকে গুলি করেছিলেন বলে অভিযোগ সামরিক বাহিনীর।
হামাস ও ইসলামিক জিহাদের বিবৃতি অনুযায়ী, নিহতরা সবাই হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর সদস্য ছিলেন। বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা বলেছে, ‘দখলদারদের বিরুদ্ধে সর্বত্র সশস্ত্র প্রতিরোধ জোরদার এবং আমাদের যেসব জমি ইসরায়েলিরা দখল করেছে, সেই সব জায়গায় লড়াই করার জন্য আমাদের জনগণের প্রতি আহ্বান জানাই।’
চলতি বছর ইসরায়েলিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা। এর জেরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় নিহত হচ্ছে বহু ফিলিস্তিনি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে