
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল ইরানে এখন প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। একদিকে বিক্ষোভকারীরা যেমন নিহত হচ্ছে আরেকদিকে প্রাণ যাচ্ছে নিরাপত্তাবাহিনীর সদস্যদেরও।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারের আন্দোলনে নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার রাজধানীর দক্ষিণে আন্দোলনকারীরা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আধা-সামরিক বাহিনী বাসিজের এক সদস্য। পরে তার মৃত্যু হয়। এছাড়া কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজে বিক্ষোভের সময় একজন গার্ডস সদস্য নিহত হয়েছেন। রাজধানী তেহরানের বিভিন্নস্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। উত্তেজিত বিক্ষোভকারীরাও পুলিশ বুথে আগুন দেয়।
স্থানীয় মিডিয়ার তথ্য মতে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৪ সদস্য নিহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরান ও সানন্দাজসহ বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এদিকে চলমান বিক্ষোভে কত সংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটির সঠিক হিসেব নেই। গত ২৭ সেপ্টেম্বর ফার্স নিউজ ৬০ বিক্ষোভকারী নিহতের তথ্য জানিয়েছিল। কিন্তু এর পর থেকে তারা আর তথ্য জানায়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অবশ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে।
উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাশা আমিনি নামের কুর্দি তরুণীকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস, বেয়নেট, জলকামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিক্ষোভে হতাহতের পাশাপাশি চলছে গণহারে গ্রেপ্তার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে।

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল ইরানে এখন প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। একদিকে বিক্ষোভকারীরা যেমন নিহত হচ্ছে আরেকদিকে প্রাণ যাচ্ছে নিরাপত্তাবাহিনীর সদস্যদেরও।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারের আন্দোলনে নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার রাজধানীর দক্ষিণে আন্দোলনকারীরা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আধা-সামরিক বাহিনী বাসিজের এক সদস্য। পরে তার মৃত্যু হয়। এছাড়া কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজে বিক্ষোভের সময় একজন গার্ডস সদস্য নিহত হয়েছেন। রাজধানী তেহরানের বিভিন্নস্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। উত্তেজিত বিক্ষোভকারীরাও পুলিশ বুথে আগুন দেয়।
স্থানীয় মিডিয়ার তথ্য মতে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৪ সদস্য নিহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরান ও সানন্দাজসহ বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এদিকে চলমান বিক্ষোভে কত সংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটির সঠিক হিসেব নেই। গত ২৭ সেপ্টেম্বর ফার্স নিউজ ৬০ বিক্ষোভকারী নিহতের তথ্য জানিয়েছিল। কিন্তু এর পর থেকে তারা আর তথ্য জানায়নি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অবশ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হয়েছে।
উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে মাশা আমিনি নামের কুর্দি তরুণীকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস, বেয়নেট, জলকামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিক্ষোভে হতাহতের পাশাপাশি চলছে গণহারে গ্রেপ্তার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে