অনলাইন ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট নিতে হাজারো দর্শনার্থী অপেক্ষা করছিলেন। টিকিট বিতরণকেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপর পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে আগামী ১০ জানুয়ারি থেকে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শন করা যাবে। শুধু বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ মেলে। আর এই সুযোগ পেতে আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। উৎসবের প্রথম তিন দিন ‘সরভা দর্শন’ (ফ্রি দর্শন) করতে ১ লাখ ২০ হাজার টিকিট বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও ভূদেবী কমপ্লেক্সের তিনটি তীর্থস্থানের পাশাপাশি সত্যনারায়ণপুরম, বৈরাগীপাত্তেদা, রামানাইডু স্কুলসহ তিরুপতির বিভিন্ন স্থানে ৯৪টি টিকিট বিতরণকেন্দ্র খোলা হয়েছে। আজ ভোর ৫টায় ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই তিরুপতি তিরুমালা দেবস্থানে (টিটিডি) টিকিট বিতরণের কাউন্টারগুলোর সামনে ভিড় জমতে থাকে।
তিরুপতি পৌর কমিশনার এন মোরুয়া বলেন, বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে এমজিএম হাই স্কুলে টিকিট বিতরণ কেন্দ্রে গতকাল বুধবার সকালেই ৪-৫ হাজার মানুষ জড়ো হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানের পরিচালনা পর্ষদ। টিটিডির চেয়ারম্যান বি আর নাইডু বলেন, এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি গেট খোলা হয়। তখন ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্য করতে অন্ধ্রপ্রদেশ সরকার প্রস্তুত রয়েছে।’
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট নিতে হাজারো দর্শনার্থী অপেক্ষা করছিলেন। টিকিট বিতরণকেন্দ্রের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এরপর পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে আগামী ১০ জানুয়ারি থেকে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শন করা যাবে। শুধু বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ মেলে। আর এই সুযোগ পেতে আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। উৎসবের প্রথম তিন দিন ‘সরভা দর্শন’ (ফ্রি দর্শন) করতে ১ লাখ ২০ হাজার টিকিট বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও ভূদেবী কমপ্লেক্সের তিনটি তীর্থস্থানের পাশাপাশি সত্যনারায়ণপুরম, বৈরাগীপাত্তেদা, রামানাইডু স্কুলসহ তিরুপতির বিভিন্ন স্থানে ৯৪টি টিকিট বিতরণকেন্দ্র খোলা হয়েছে। আজ ভোর ৫টায় ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই তিরুপতি তিরুমালা দেবস্থানে (টিটিডি) টিকিট বিতরণের কাউন্টারগুলোর সামনে ভিড় জমতে থাকে।
তিরুপতি পৌর কমিশনার এন মোরুয়া বলেন, বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে এমজিএম হাই স্কুলে টিকিট বিতরণ কেন্দ্রে গতকাল বুধবার সকালেই ৪-৫ হাজার মানুষ জড়ো হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানের পরিচালনা পর্ষদ। টিটিডির চেয়ারম্যান বি আর নাইডু বলেন, এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি গেট খোলা হয়। তখন ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘তিরুপতির ঘটনায় শোকাহত। নিহতদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সব ধরনের সাহায্য করতে অন্ধ্রপ্রদেশ সরকার প্রস্তুত রয়েছে।’
শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে জ্ঞানাসারা। তিনি শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে,
৬ ঘণ্টা আগেসিএনএন জানিয়েছে, বিগত দুই দশকে চীনে বুনো শূকরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যদিও এক সময় অতিরিক্ত শিকারের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে এই প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ২০০০ সালে চীনের সরকার বুনো শূকরকে চীন, শিকার, বন, শূকর, বন্যপ্রাণী, সংরক্ষণ, শিকারি, যুদ্ধ
৭ ঘণ্টা আগেগত আগস্টে ৯১ বছর বয়সে মারা গেছেন থিবেরভিল। তাঁর কোনো উত্তরাধিকারী ছিল না। তবে তাঁর মৃত্যুর পর একটি ফোনকল পান নরম্যান্ডির থিবেরভিল শহরের মেয়র। তিনি জানতে পারেন, মৃত্যুর আগে নিজের নামের সঙ্গে মিল থাকা শহরটিকে প্রায় ১০ মিলিয়ন ইউরো দান করে গেছেন থিবেরভিল।
৮ ঘণ্টা আগেস্মিথ গত নভেম্বরেই তাঁর পদত্যাগের কথা জানিয়েছিলেন। তিনি জানান, তাঁর কাজ সম্পন্ন হওয়ার পর বিচার বিভাগ থেকে সরে দাঁড়াবেন। তবে জ্যাক স্মিথ এমন একসময়ে পদত্যাগ করলেন, যখন ট্রাম্পের গোপন নথি মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা নিয়ে নতুন করে বিতর্ক চলছে।
৯ ঘণ্টা আগে