
ভারতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোর ওরফে পিকের ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে যোগদান অনেকটা নিশ্চিত। কংগ্রেসে তিনি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলীয় প্রধান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে পরামর্শ করে কংগ্রেসের আগামী রাজনৈতিক কৌশল চূড়ান্ত করবেন। কংগ্রেসের অভ্যন্তরীণ একটি শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরের প্রস্তাবের মূল্যায়ন করতে যে বিশেষ দল গঠন করেছিলেন তাঁদের মূল্যায়ন হলো—পিকে যেন অন্য সব রাজনৈতিক দলের সঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেকে পরিপূর্ণভাবে কংগ্রেসের কাজে নিবেদিত করেন।
কংগ্রেসের ওই সূত্র জানিয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) আগে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং অন্ধ্র প্রদেশের জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে কাজ করেছিলেন এবং পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে এই দুই দলকে বিপুল জয় নিয়ে শাসনক্ষমতায় যেতে সহায়তা করেছিলেন। তবে কংগ্রেসের দাবি, সেসব এখন বন্ধ করতে হবে। প্রশান্ত কিশোরকে নিয়ে কংগ্রেসের নেতৃবৃন্দের বড় একটি অংশের আপত্তি এখানেই।
প্রশান্ত কিশোরকে দলে অন্তর্ভুক্তি ও তাঁকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়ার বিষয়ে আপত্তি জানানো নেতাদের একজন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং। তিনি শুক্রবার এনডিটিভিকে জানিয়েছেন, ‘জনাব কিশোরের রাজনৈতিক যাত্রা হলো—এক দল থেকে আরেক দলে। এ ধরনের যাত্রায় কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি বা মতাদর্শিক প্রতিশ্রুতি সুস্পষ্ট নয়।’
দিগ্বিজয় সিং আরও বলেন, ‘তবে তিনি (প্রশান্ত কুমার) বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন এবং তিনি আমাদের সামনে সেসব উপস্থাপন করেছেন। বিষয়গুলো বেশ ভালো।’
এদিকে কংগ্রেসের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে পিকের কংগ্রেসে যোগ দেওয়া এবং তাঁর দেওয়া কৌশলের উপস্থাপনা নিয়ে বিস্তারিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই প্রতিবেদন সোনিয়া গান্ধীর কাছে জমা দেওয়া হবে। এর আগে, গত বছর পিকে কংগ্রেস নেতৃবৃন্দের সামনে দেওয়া প্রেজেন্টেশনে কংগ্রেসের পতনের কারণগুলো বিশ্লেষণ করে দেখিয়েছিলেন। সে সময় পিকে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে জন্য একটি বিস্তৃত কৌশলও প্রণয়ন করেছিলেন।
কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ সদস্যের মত, প্রশান্ত কিশোরের পরামর্শগুলো কংগ্রেসের জন্য কার্যকর বলে প্রমাণিত হতে পারে এবং সেগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। তবে সোনিয়া গান্ধী আগামী দু-এক দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করেই পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টি চূড়ান্ত করবেন এবং প্রশান্ত কিশোরের সঙ্গেও চূড়ান্ত বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ভারতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোর ওরফে পিকের ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসে যোগদান অনেকটা নিশ্চিত। কংগ্রেসে তিনি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলীয় প্রধান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে পরামর্শ করে কংগ্রেসের আগামী রাজনৈতিক কৌশল চূড়ান্ত করবেন। কংগ্রেসের অভ্যন্তরীণ একটি শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরের প্রস্তাবের মূল্যায়ন করতে যে বিশেষ দল গঠন করেছিলেন তাঁদের মূল্যায়ন হলো—পিকে যেন অন্য সব রাজনৈতিক দলের সঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেকে পরিপূর্ণভাবে কংগ্রেসের কাজে নিবেদিত করেন।
কংগ্রেসের ওই সূত্র জানিয়েছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) আগে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং অন্ধ্র প্রদেশের জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে কাজ করেছিলেন এবং পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে এই দুই দলকে বিপুল জয় নিয়ে শাসনক্ষমতায় যেতে সহায়তা করেছিলেন। তবে কংগ্রেসের দাবি, সেসব এখন বন্ধ করতে হবে। প্রশান্ত কিশোরকে নিয়ে কংগ্রেসের নেতৃবৃন্দের বড় একটি অংশের আপত্তি এখানেই।
প্রশান্ত কিশোরকে দলে অন্তর্ভুক্তি ও তাঁকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়ার বিষয়ে আপত্তি জানানো নেতাদের একজন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং। তিনি শুক্রবার এনডিটিভিকে জানিয়েছেন, ‘জনাব কিশোরের রাজনৈতিক যাত্রা হলো—এক দল থেকে আরেক দলে। এ ধরনের যাত্রায় কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি বা মতাদর্শিক প্রতিশ্রুতি সুস্পষ্ট নয়।’
দিগ্বিজয় সিং আরও বলেন, ‘তবে তিনি (প্রশান্ত কুমার) বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ নিয়ে এগিয়ে এসেছেন এবং তিনি আমাদের সামনে সেসব উপস্থাপন করেছেন। বিষয়গুলো বেশ ভালো।’
এদিকে কংগ্রেসের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে পিকের কংগ্রেসে যোগ দেওয়া এবং তাঁর দেওয়া কৌশলের উপস্থাপনা নিয়ে বিস্তারিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে। যেকোনো সময় এই প্রতিবেদন সোনিয়া গান্ধীর কাছে জমা দেওয়া হবে। এর আগে, গত বছর পিকে কংগ্রেস নেতৃবৃন্দের সামনে দেওয়া প্রেজেন্টেশনে কংগ্রেসের পতনের কারণগুলো বিশ্লেষণ করে দেখিয়েছিলেন। সে সময় পিকে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে জন্য একটি বিস্তৃত কৌশলও প্রণয়ন করেছিলেন।
কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ সদস্যের মত, প্রশান্ত কিশোরের পরামর্শগুলো কংগ্রেসের জন্য কার্যকর বলে প্রমাণিত হতে পারে এবং সেগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। তবে সোনিয়া গান্ধী আগামী দু-এক দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করেই পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টি চূড়ান্ত করবেন এবং প্রশান্ত কিশোরের সঙ্গেও চূড়ান্ত বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনেজুয়েলার নেতাকে বন্দি করার ঘটনার প্রেক্ষাপটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে, কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।
৫ মিনিট আগে
ইরানে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করছে। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীর হামলায় বাড়ছে হতাহতের ঘটনা। এ পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তারের পর নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ভয়ংকর কারাগারে নেওয়া হয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার শুরু হবে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এদিকে মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি শপ
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবারকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত অভিযোগপত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং ছেলে নিকোলাস এরনেস্তো মাদুরো গেরার বিরুদ্ধে মাদক পাচার, নার্কো-সন্ত্রাসবাদ এবং
৮ ঘণ্টা আগে