
বারাণসী লোকসভা আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তৃতীয় অবস্থানে ছিলেন বহুজন সমাজ পার্টির আথের জামাল লরি।
গণনার প্রাথমিক রাউন্ডে কংগ্রেসের রাই ৬ হাজার ২৩৩ ভোটে প্রধানমন্ত্রী মোদির চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যান নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন মোদী।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। উত্তর প্রদেশ তো বটেই সম্ভবত লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে বিজয়ী হতে চলেছেন তিনি। রাহুল গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছে। বেলা সোয়া ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যে এমন ব্যবধানই দেখা গেছে। আর তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে রায়বেরেলি আসনটি দখলে রেখেছিলেন। ২০১৯ সালে বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে ১ লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে সরে গিয়ে রাজ্যসভায় চলে যান। সেই আসনটিতে প্রার্থী হোন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেথি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। গত নির্বাচনে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেথিতে পরাজিত হন। তবে কেরালায় আসনে জয়ী হন। আমেথিতে এবার স্মৃতি ইরানি বিশাল ব্যবধানে হেরেছেন। জিতেছেন কংগ্রেসের সিনিয়র নেতা কিশোরী লাল শর্মা।
এবারও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী—রায়বেরেলি (উত্তর প্রদেশ) এবং ওয়ানাদ (কেরালা)। দুটি আসনেই এগিয়ে রয়েছেন তিনি। ওয়েনাদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২৯০টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লক ২৩৫টি আসনে এগিয়ে রয়েছে। ঘাঁটিতে উত্তর প্রদেশেও ধরাশায়ী বিজেপি। কংগ্রেস–সমাজবাদী পার্টি জোট বিজেপির চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

বারাণসী লোকসভা আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তৃতীয় অবস্থানে ছিলেন বহুজন সমাজ পার্টির আথের জামাল লরি।
গণনার প্রাথমিক রাউন্ডে কংগ্রেসের রাই ৬ হাজার ২৩৩ ভোটে প্রধানমন্ত্রী মোদির চেয়ে এগিয়ে ছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যান নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন মোদী।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। উত্তর প্রদেশ তো বটেই সম্ভবত লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে বিজয়ী হতে চলেছেন তিনি। রাহুল গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছে। বেলা সোয়া ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্যে এমন ব্যবধানই দেখা গেছে। আর তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে রায়বেরেলি আসনটি দখলে রেখেছিলেন। ২০১৯ সালে বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের বিরুদ্ধে ১ লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে সরে গিয়ে রাজ্যসভায় চলে যান। সেই আসনটিতে প্রার্থী হোন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেথি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। গত নির্বাচনে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেথিতে পরাজিত হন। তবে কেরালায় আসনে জয়ী হন। আমেথিতে এবার স্মৃতি ইরানি বিশাল ব্যবধানে হেরেছেন। জিতেছেন কংগ্রেসের সিনিয়র নেতা কিশোরী লাল শর্মা।
এবারও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী—রায়বেরেলি (উত্তর প্রদেশ) এবং ওয়ানাদ (কেরালা)। দুটি আসনেই এগিয়ে রয়েছেন তিনি। ওয়েনাদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২৯০টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লক ২৩৫টি আসনে এগিয়ে রয়েছে। ঘাঁটিতে উত্তর প্রদেশেও ধরাশায়ী বিজেপি। কংগ্রেস–সমাজবাদী পার্টি জোট বিজেপির চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৯ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
১০ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
১০ ঘণ্টা আগে