প্রতিনিধি, কলকাতা

ভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির তীব্র বাম বিরোধিতা এখন অতীত। বামেদের কাছেও তৃণমূল আর অচ্ছুত নয়। অথচ, জন্মলগ্ন থেকেই উগ্র বামবিরোধিতাই ছিল তৃণমূলের পুঁজি।
পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনেও 'বিজেমূল' (বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ) কটাক্ষ ছিল সিপিএমের ভোট প্রচারে বড় হাতিয়ার। কিন্তু ভোটের পরই দিল্লিতে বিজেপি বিরোধিতায় হাত মিলিয়েছে বাম ও তৃণমূল। বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে হাত ধরার বিষয়ে সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটিও সম্মতি দিয়েছে।
৩৪ বছরের দাপটের সঙ্গে পশ্চিমবঙ্গ শাসন করলেও সিপিএম-সহ বামেদের অস্তিত্বই এখন বিপন্ন পশ্চিমবঙ্গে। গত বিধানসভার নির্বাচনে কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে জোট করে একটি আসনেও জিততে পারেনি তারা।
২৯৪ আসনের রাজ্য বিধানসভাতে কংগ্রেসও শূন্য। বাম ও কংগ্রেসকে শূন্য করে দিয়ে বিজেপিকে অবশ্য রুখে দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। তাঁরা একাই পেয়েছে ২১৩টি আসন, বিজেপি সর্বশক্তি দিয়েও ৭৭।
এক সময়ে ভারতে বামেদের ঘাঁটি পশ্চিমবঙ্গে দলের বিপর্যয়ের পর দিল্লিতে বসেছিল সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠক। বৈঠকে স্পষ্ট ইঙ্গিত, কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের হাত ধরতে রাজি সিপিএমে। অথচ, কট্টর সিপিএম বিরোধিতা থেকেই এক সময় জন্ম হয়েছিল তৃণমূলের। বামেদের সঙ্গে দলীয় নেতাদের সখ্যতার অভিযোগ তুলে মমতা নিজেই কংগ্রেস ভেঙে গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস।
মমতাও বিজেপিকে হারাতে বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে রাজি। ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বিজেপি বিরোধী অবস্থানে বামেদের মতোই তৃণমূলও রয়েছে কংগ্রেসের সঙ্গে।
গতকাল সোমবার রাতেও কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী কবিল সিবালের বাড়ি বিরোধীদের নৈশভোজে তৃণমূল ও বাম নেতাদের দেখা যায়। তাঁরা একসঙ্গে বিজেপি বিরোধিতা নিয়ে আলোচনাও করেন।
গতকাল সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বাংলায় মূল প্রাপ্তি বিজেপি-র পরাজয় ৷ একই সঙ্গে তিনি আরও বলেন, 'বিজেপিকে হারাতে আমাদের কাছে কেউই অচ্ছুত নয় ৷
সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সংসদের ভেতরে ও বাইরে চৌদ্দ দলের বিরোধী জোট একসঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়ছি। সেখানে তৃণমূল আগেও ছিল, এখনো আছে ৷
এর আগে তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বামেদের উদ্দেশে বলেছিলেন, ওরাই ঠিক করে নিক, কারা আসল শত্রু। কাদেরকে ওরা দুর্বল করতে চায়।

ভারতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির তীব্র বাম বিরোধিতা এখন অতীত। বামেদের কাছেও তৃণমূল আর অচ্ছুত নয়। অথচ, জন্মলগ্ন থেকেই উগ্র বামবিরোধিতাই ছিল তৃণমূলের পুঁজি।
পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনেও 'বিজেমূল' (বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ) কটাক্ষ ছিল সিপিএমের ভোট প্রচারে বড় হাতিয়ার। কিন্তু ভোটের পরই দিল্লিতে বিজেপি বিরোধিতায় হাত মিলিয়েছে বাম ও তৃণমূল। বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে হাত ধরার বিষয়ে সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটিও সম্মতি দিয়েছে।
৩৪ বছরের দাপটের সঙ্গে পশ্চিমবঙ্গ শাসন করলেও সিপিএম-সহ বামেদের অস্তিত্বই এখন বিপন্ন পশ্চিমবঙ্গে। গত বিধানসভার নির্বাচনে কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে জোট করে একটি আসনেও জিততে পারেনি তারা।
২৯৪ আসনের রাজ্য বিধানসভাতে কংগ্রেসও শূন্য। বাম ও কংগ্রেসকে শূন্য করে দিয়ে বিজেপিকে অবশ্য রুখে দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল। তাঁরা একাই পেয়েছে ২১৩টি আসন, বিজেপি সর্বশক্তি দিয়েও ৭৭।
এক সময়ে ভারতে বামেদের ঘাঁটি পশ্চিমবঙ্গে দলের বিপর্যয়ের পর দিল্লিতে বসেছিল সিপিএমের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠক। বৈঠকে স্পষ্ট ইঙ্গিত, কংগ্রেসের পাশাপাশি তৃণমূলের হাত ধরতে রাজি সিপিএমে। অথচ, কট্টর সিপিএম বিরোধিতা থেকেই এক সময় জন্ম হয়েছিল তৃণমূলের। বামেদের সঙ্গে দলীয় নেতাদের সখ্যতার অভিযোগ তুলে মমতা নিজেই কংগ্রেস ভেঙে গড়ে তোলেন তৃণমূল কংগ্রেস।
মমতাও বিজেপিকে হারাতে বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে রাজি। ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বিজেপি বিরোধী অবস্থানে বামেদের মতোই তৃণমূলও রয়েছে কংগ্রেসের সঙ্গে।
গতকাল সোমবার রাতেও কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী কবিল সিবালের বাড়ি বিরোধীদের নৈশভোজে তৃণমূল ও বাম নেতাদের দেখা যায়। তাঁরা একসঙ্গে বিজেপি বিরোধিতা নিয়ে আলোচনাও করেন।
গতকাল সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বাংলায় মূল প্রাপ্তি বিজেপি-র পরাজয় ৷ একই সঙ্গে তিনি আরও বলেন, 'বিজেপিকে হারাতে আমাদের কাছে কেউই অচ্ছুত নয় ৷
সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সংসদের ভেতরে ও বাইরে চৌদ্দ দলের বিরোধী জোট একসঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়ছি। সেখানে তৃণমূল আগেও ছিল, এখনো আছে ৷
এর আগে তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বামেদের উদ্দেশে বলেছিলেন, ওরাই ঠিক করে নিক, কারা আসল শত্রু। কাদেরকে ওরা দুর্বল করতে চায়।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে